আজ মঙ্গলবার | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | রাত ৪:৩৬

বিডি দিনকাল ডেস্ক : বর্তমান ব্যবসায়িক সংকট ও দেশের রপ্তানি খাতের নিম্নমুখী ধারাকে মোকাবিলায় করণীয় নির্ধারণে রাজধানীর উত্তরা ক্লাবে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ। তিনি ঢাকা–১৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীও।
সভায় এম কফিল উদ্দিন বলেন, “রপ্তানি খাত আজ বহুমাত্রিক চাপে রয়েছে। উৎপাদন ব্যয় বৃদ্ধি, ডলার সংকট, আমদানি জটিলতা, বিদ্যুৎ–গ্যাস সরবরাহের অনিশ্চয়তা—সব মিলিয়ে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। এখনই সমন্বিত উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও দুর্বিষহ হবে।”
তিনি আরও বলেন, “রপ্তানি বৃদ্ধির জন্য সরকারি নীতিকে আরও ব্যবসাবান্ধব করতে হবে। কাঁচামাল আমদানিতে জটিলতা কমানো, রপ্তানি প্রণোদনা দ্রুত প্রদান এবং আন্তর্জাতিক বাজারে দেশের ব্র্যান্ডিং জোরদার করার বিকল্প নেই।”
সভায় উপস্থিত বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু তৈরি পোশাক শিল্পের সাম্প্রতিক সংকট তুলে ধরে বলেন, “আমাদের প্রধান বাজারগুলোতে অর্ডার কমেছে। উৎপাদন দক্ষতা বৃদ্ধি, টেকসই শিল্পায়ন এবং জ্বালানি সরবরাহ নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ।”
তিনি বলেন,“সরকার–ব্যবসায়ী–উদ্যোক্তাদের যৌথ উদ্যোগ ছাড়া এই খাত ঘুরে দাঁড়াবে না। এম কফিল উদ্দিন ব্যবসা ও রপ্তানির বাস্তব সমস্যা বোঝেন। তার মনোনয়ন পাওয়া উচিত। তাকে বহুবার হাইকোর্টে মামলা লড়তে দেখেছি। তিনি দীর্ঘদিন বিএনপির সঙ্গে যুক্ত থেকে অসংখ্য ত্যাগ স্বীকার করেছেন। তার সঙ্গে আমার সম্পর্ক গুরু-শিষ্যের মতো—কে গুরু কে শিষ্য, আমি বলতেও পারি না।”
আয়োজিত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল, বিজিবিএ সভাপতি মোহাম্মদ পাভেল, সহ রপ্তানিমুখী খাতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সভার সভাপতিত্ব করেন বিজিএমইএ’র সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান। উনারা সহ বিভিন্ন শিল্পপতি, ব্যবসায়ী ও উদ্যোক্তারা বলেন, ঢাকা–১৮ আসনে এম কফিল উদ্দিন আহমেদ এমপি হওয়ার সকল যোগ্যতা রাখেন।
তারা বলেন,“তিনি দীর্ঘ ৪০ বছর ধরে ব্যবসা ও রাজনীতির সঙ্গে যুক্ত। নানা সময়ে তিনি বিপদের মুখোমুখি হয়েছেন, মামলা–হামলা সহ্য করেছেন। সরকারের সঙ্গে সঠিক যোগাযোগ ছাড়া ব্যবসায়ী সংকট সমাধান সম্ভব নয়—এ কারণে কফিল উদ্দিন বাস্তবসম্মত ভূমিকা রাখতে পারবেন।”
বক্তারা আরও বলেন,“আমরা চাই তিনি ঢাকা–১৮ আসনে মনোনয়ন পান এবং বিজয়ী হয়ে ব্যবসায়ী–স্বার্থ ও রপ্তানি খাতের উন্নয়নে কাজ করেন।”
সভায় বক্তারা রপ্তানি খাতের সংকট নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, নীতিগত সহায়তা, জ্বালানি সরবরাহ স্থিতিশীলতা, ব্যাংকঋণের সুদের হার যৌক্তিক করা এবং বন্দর কার্যক্রম আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেন।
সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৫:৫৬ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:১৪ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১২:৪৩ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৩:৫১ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১২ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৩১ অপরাহ্ণ |