আজ শুক্রবার | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৬:৫১

নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ঃ আশুলিয়ার গোহাইলবাড়ি টেঙ্গুরী মাদ্রাসায় গতকাল শুক্রবার বিকেলে বিএনপির ভার-প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১ তম জন্মদিন উপলক্ষ্যে শ্রমিক বোন ও অসহায়দের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান।
শিমুলিয়া ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গসংগঠনের উদ্দ্যোগে অনুষ্ঠানটি কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে শুরু হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান বলেন, তারেক রহমানের জন্মদিন পালন না করার সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, তিনি গতবারও জন্মদিন পালন করেননি। এবারও তিনি নির্দেশ দিয়েছেন যাতে তার জন্মদিন পালন না করা হয়। কত মানুষ অসুস্থ ক্ষুধার্ত, অভাবের তাড়নায় বা হাসপাতালের বিল পরিশোধ করতে না পেরে মা তার সন্তানকে বিক্রি করে দিচ্ছে। এ অবস্থায় কিভাবে জন্মদিন পালন করবেন তারেক রহমান। একজন জাতীয় নেতা তিনি, দেশের মানুষ কিভাবে রয়েছে, জনগণ কিভাবে থাকে সে বিষয়টি তিনি মনের গভীর থেকে উপলব্দি করতে পারেন বলেই তিনি জাতীয় নেতা। মানুষকে কষ্টে রেখে তিনি জন্মদিন পালন করতে চাননি। তাই তিনি বিএনপি পরিবারের মাধ্যমে তিনি অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। তার এই নির্দেশে আশুলিয়ার গোহাইলবাড়ি টেঙ্গুরী মাদ্রাসায় গতকাল শুক্রবার বিকেলে বিএনপির ভার-প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১ তম জন্মদিন উপলক্ষ্যে সহ¯্রাধিক শ্রমিক বোন ও অসহায়দের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি ও অ্গংসংগঠনের শ” শ” নেতাকর্মীরা।
শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:২৩ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৪২ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:১০ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:১৭ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৩৯ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৫৭ অপরাহ্ণ |