আজ শুক্রবার | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | রাত ৩:১৪

বিডি দিনকাল ডেস্ক : ২০২৩ সালে নরসিংদীর পুলিশ সুপার হিসেবে পদায়নের উদ্দেশে বর্তমান বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) উপ-পুলিশ কমিশনার ও নরসিংদীর সাবেক পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল হান্নান কথিতভাবে রবিউল মুন্সী নামের এক ব্যক্তিকে ৫০ লাখ টাকা ঘুস দেন। তবে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনে এ পদায়ন বাস্তবায়ন সম্ভব হয়নি বলে তদন্তে উল্লেখ রয়েছে।
পরবর্তীকালে গত বছরের ৯ নভেম্বর নরসিংদীতে পুলিশ সুপার হিসেবে যোগদানের পর তিনি এবং তার অধীনস্ত ডিবি ইনচার্জ পুলিশ পরিদর্শক এস এম কামরুজ্জামান অনুমতি ছাড়া ঢাকায় গিয়ে মনিপুরীপাড়া এলাকায় রবিউল মুন্সীর অফিস থেকে ৫ লাখ টাকা আদায় করেন। অবশিষ্ট ৪৫ লাখ টাকা ফেরতের জন্য তাদের উপস্থিতিতেই একটি স্বহস্তে লিখিত দলিল গ্রহণ করা হয়।
কথিত এই রবিউল মুন্সি কে ? কার সহযোগিতায় বিগত সরকারের আমলে এই ধরণের কর্মকান্ড করতো রবিউল মুন্সি । রবিউলের – গ্রাম বাঁশবাড়িয়া , থানা মুকসুদপুর , জেলা গোপালগঞ্জ । পিতা: মহসিন মুন্সি । এই মুন্সির গোল্ডেন টাচ পাবলিকেশন এর আড়ালে যত অবৈধ . অনৈতিক কর্মকান্ড চালিয়ে যেত এই রবিউল মুন্সি । বিশেষ করে ডিএমপির সাবেক কমিশনার ও সাবেক ডিআইজি হাবিবুর রহমান এর হাত ধরেই মূলত সে সকল ধরণের অপরাধ কর্মকান্ড করে বাড়াতো । হাবিবের বিস্বস্থ সঙ্গী সহযোগী ছিল গোপালগঞ্জের কথিত রবিউল । তবে বিশেষ করে বদলি বাণিজ্য করে আজ সে শুন্য থেকে কোটিপতি হয়েছে । এই ধরণের বাণিজ্য করতে গিয়ে সমাজের নানা ব্যক্তি দেড় কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই দুরন্দর ব্যক্তি মুন্সি । ক্ষতিগ্রস্ত অনেকে আওয়ামী শাসনামে মুখ খুলে কিছু বলতে না পারলেও দিন যতই যাচ্ছে তার মুখোশ উম্মোচন হচ্ছে ।এক সময়ে ঢাকা শহরে টিউশনি করে চলতো রবিউল ।
তবে ক্ষতিগ্রস্ত অনেকেই মনে করছে দ্রুতই তাকে গ্রেফতারের আওতায় আনা জরুরি । একটি সুষ্ঠ তদন্ত করলেই আরো চমক প্রদ তথ্য বের হয়ে আসবে ।
সম্প্রতি এই রবিউল মুন্সির পুলিশের কাছ থেকে ৫০ লক্ষ টাকা ঘুষ নেয়ার ঘুষ বাণিজ্যের তথ্য দেশের বিভিন্ন জাতীয় পত্রিকায় অত্তান্ত গুরুত্ব সহকারে প্রকাশ হয়ে পড়ে। সেই থেকে লাপাত্তা হয়ে যায় রবিউল মুন্সি ।
শুধু ডিআইজি হাবিব নয় , শেখ পরিবারের অন্যতম কর্ণধার শেখ সেলিমের এ পি এস ইমরুল কায়েসের সাথেও তার ছিল সু: সম্পর্ক । তাকে দিয়েও এই দুরন্দর প্রতারক রবিউল নানা অনৈতিক কর্মকান্ড করেছে যা বিশ্বস্থ সূত্র থেকে জানা যায় ।
অন্যদিকে রবিউল মুন্সির -O1972828380 / 01779749687 / 01832828380 এই নাম্বার গুলোতে ফোন করেও তাকে পাওয়া যায় নাই ।
এদিকে চেক ডিজঅনার এর একটি মামলা ঢাকার সিএমএম আদালতে চলমান রয়েছে ।
যে ভাবে রবিউলের সংশ্লিষ্টতা তথ্য প্রকাশ হয়ে পড়ে : উল্যেখ বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) উপ-পুলিশ কমিশনার ও নরসিংদীর সাবেক পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল হান্নানের বিরুদ্ধে আনা অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে ‘তিরস্কার’ দণ্ড দিয়েছে সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ শাস্তির কথা জানানো হয়। প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব নাসিমুল গনি।
সম্প্রতি গঠিত বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে নরসিংদীর পুলিশ সুপার হিসেবে পদায়নের উদ্দেশে তিনি কথিতভাবে রবিউল মুন্সী নামের এক ব্যক্তিকে ৫০ লাখ টাকা ঘুস দেন। তবে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনে এ পদায়ন বাস্তবায়ন সম্ভব হয়নি বলে তদন্তে উল্লেখ রয়েছে।
পরবর্তীকালে গত বছরের ৯ নভেম্বর নরসিংদীতে পুলিশ সুপার হিসেবে যোগদানের পর তিনি এবং তার অধীনস্ত ডিবি ইনচার্জ পুলিশ পরিদর্শক এস এম কামরুজ্জামান অনুমতি ছাড়া ঢাকায় গিয়ে মনিপুরীপাড়া এলাকায় রবিউল মুন্সীর অফিস থেকে ৫ লাখ টাকা আদায় করেন। অবশিষ্ট ৪৫ লাখ টাকা ফেরতের জন্য তাদের উপস্থিতিতেই একটি স্বহস্তে লিখিত দলিল গ্রহণ করা হয়।
তদন্ত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সাংবাদিক নেছারুল হক খোকনের সঙ্গে মোবাইল ফোনে কথোপকথনের সময় পুলিশ সুপার আব্দুল হান্নান বদলি সংক্রান্ত বিষয় এবং ব্যক্তিগত কাজে অধস্তন পুলিশ সদস্য ব্যবহারের বিষয়ে স্বীকারোক্তিমূলক আলোচনা করেন। পরবর্তীকালে কথোপকথনটি গণমাধ্যমে প্রকাশিত হলে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
অভিযোগ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ জারির পর পুলিশ সুপার আব্দুল হান্নান লিখিত জবাব দাখিল করেন এবং ব্যক্তিগত শুনানির আবেদন করেন। গত ১৯ নভেম্বর অনুষ্ঠিত শুনানিতে উভয়পক্ষের বক্তব্য, নথিপত্র ও অনুসন্ধান প্রতিবেদনের ভিত্তিতে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
তদন্ত কর্মকর্তা ও শুনানি কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে তাকে ‘তিরস্কার’ দণ্ড দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:০২ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:২১ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১২:৪৬ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৩:৫০ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১১ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৩০ অপরাহ্ণ |