আজ শুক্রবার | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | রাত ৩:১৪

বিডি দিনকাল ডেস্ক : রাজধানী ঢাকার তথ্য ভবনের গণযোগাযোগ অধিদপ্তরে আজ মঙ্গলবার রাতে জামায়াতে ইসলামী সমর্থিত সরকারি কর্মকর্তাদের গোপন বৈঠক নিয়ে তোলপাড় শুরু হয়েছে।
সাবেক শিবির ক্যাডার গৃহায়ন ও গণপূর্ত সচিব নজরুল ইসলামের নেতৃত্বে একদল সরকারি কর্মকর্তা তথ্য ভবনে গণযোগাযোগ অধিদপ্তরের সম্মেলন কক্ষে জামায়াতে ইসলামীর পক্ষে বৈঠক করেছেন।
এমন অভিযোগে রাতেই তথ্য ভবনে যান কয়েকজন সাংবাদিক। তথ্য ভবনের লিফটের আটে নবম তলায় গণযোগাযোগ অধিদপ্তরে গিয়ে দেখা যায়, সম্মেলন কক্ষে গোপন বৈঠক চলছে। কর্মচারীদের করা প্রহরায় রুদ্ধ দ্বার এই বৈঠকে অর্ধশতাধিক ব্যক্তি পরামর্শ করছেন। ভবনটির নিচে গৃহায়ন ও গণপূর্ত সচিবের ব্যবহৃত সাদা পাজেরো গাড়ি দাঁড়িয়ে আছে। পাশে আরও কয়েকটি পাজেরো গাড়ি ও মাইক্রোবাস রয়েছে।
গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালকের ব্যক্তিগত কর্মকর্তারা জানান, রাত আটটা থেকে পূর্ত সচিব নজরুল ইসলামের উপস্থিতিতে স্যাররা বৈঠক করছেন। সেখানে যাওয়া যাবে না। অধিদপ্তরের মহাপরিচালক আবদুল জলিল-সহ জামায়াতে ইসলামীর অনুসারীরা রাত আটটা থেকে গোপন বৈঠক শুরু করেন।
ঢাকায় সরকারি তথ্য ভবনে হঠাৎ এতো গুরুত্বপূর্ণ কী বৈঠক চলছে, এ নিয়ে কৌতূহলে সাংবাদিক ও উৎসুক কয়েকজন নজর রাখছিলেন। তবে মহাপরিচালক আবদুল জলিল সাংবাদিকদের জানান, কুমিল্লার বুড়িচং মডেল ট্রাস্টের একটি বৈঠক চলছে। সেখানে দলীয় কোনো বিষয় নেই। রাত সোয়া নয়টার দিকে হঠাৎ করে আপ্যায়ন শেষে সবাই দ্রুত বেরিয়ে যান।
গোফন বৈঠকের ভিডিওতে তাদের বৈঠক শুরু হয়েছে কিনা একজনকে বলতে শুনা যায় । তারা যে বৈঠক করছেন তাও স্পষ্ট হয় । বৈঠক শেষে গাড়ি নিয়ে যে বের হয়ে যায় তাও ভিডিওচিত্রে দেখা যায় ।
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:০২ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:২১ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১২:৪৬ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৩:৫০ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১১ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৩০ অপরাহ্ণ |