আজ শুক্রবার | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৬:৪৯

নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিযা (ঢাক) প্রতিনিধি : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রæত সু¯’তা কামনায় সাভারে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮/১১/২৫ ইং) সাভার পৌরসভার কাতলাপুর এলাকার ঢাকা জেলা পরিষদ স্কুল এন্ড কলেজ মাঠে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান এর উদ্যোগে বাদ আসর এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিলে আলেম-ওলামা, মাদ্রাসার ছাত্র, স্থানীয় জনগণসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। কোরআন তিলাওয়াত ও মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রæত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের গণতন্ত্র, উন্নয়ন ও জাতীয় ঐক্যের প্রতীক। তার সুস্থতা শুধু দলের জন্য নয়, দেশ ও জাতির ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দোয়া মাহফিল শেষে উপস্থিত মাদ্রাসা শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে তবারক বিতরণ করা হয়।
শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:২৩ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৪২ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:১০ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:১৭ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৩৯ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৫৭ অপরাহ্ণ |