আজ শুক্রবার | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৬:৪৯

স্টাফ রিপোর্টার:গণতন্ত্রের মাতা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর)বাদ মাগরিব রাজধানী ঢাকার অফিসার্স ক্লাবের ২য় তলায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিকে, দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ বলেন, ‘একজন মুসলমান হিসেবে আমাদের কর্তব্য হলো- সকল মুসলমানের সুস্থতা কামনা করা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তাঁর পুরোটা জীবন দেশ এবং দেশের মানুষের কল্যাণে ব্যয় করেছেন। আজকে তিনি অসুস্থ। দেশের কল্যাণে তাঁর সুস্থতা প্রয়োজন। আসুন দেশনেত্রী’র জন্য আমরা সবাই দোয়া করি।’
দোয়া মাহফিল পরিচালনা করেন অফিসার্স ক্লাবের খতিব আব্বাস আলী রাব্বানী।
দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন জন প্রশাসনের সিনিয়র সচিব এহছানুল হক, বেগম খালেদা জিয়ার একান্ত সচিব ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তার, চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সচিব বিজন কান্তি সরকার , হিন্দু বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান শ্রী তপনচন্দ্র মজুমদার, কোষাধ্যক্ষ আব্দুল খালেক, মাহাফুজুল আলম, হাফিজুর রহমান, উজ্জল হোসেনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব,উপ সচিব সহ ক্লাবের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
দোয়া মাহফিল শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করেন।
শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:২৩ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৪২ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:১০ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:১৭ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৩৯ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৫৭ অপরাহ্ণ |