আজ বুধবার | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | সকাল ১০:৪৭

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা–১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক আসন্ন নির্বাচনে তরুণ ভোটারদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন। আজ সকালে পল্লবী সরকারি কলেজের নবীন বরণ ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
বক্তব্যের শুরুতে তিনি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া চান। আমিনুল হক বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে সময় পার করছেন। তাঁর সুস্থতার জন্য সবাই দোয়া করবেন।’
বিগত সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, গত ১৭ বছর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দলীয়করণ ও রাজনৈতিক প্রভাব বিস্তার করা হয়েছে। তিনি বলেন, ‘আগামীতে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিকরণ বা দলীয় হস্তক্ষেপ হতে দেওয়া হবে না।’
শিক্ষার মানোন্নয়নে বিএনপির কর্মপরিকল্পনার কথা উল্লেখ করে তিনি জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গুণগত শিক্ষা নিশ্চিতের উদ্যোগ নেওয়া হচ্ছে এবং তা শিগগিরই সামনে আনা হবে।
নির্বাচন প্রসঙ্গে আমিনুল হক বলেন, ‘আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। গত ১৫ বছরে জনগণের ভোটাধিকার নিশ্চিত হয়নি।’ তরুণ ভোটারদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘গত তিনটি নির্বাচনে আপনারা ভোট দিতে পারেননি। এবার আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করুন।’
বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:০৫ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:২৫ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১২:৪৮ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৩:৫১ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১১ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৩১ অপরাহ্ণ |