আজ বুধবার | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | সকাল ১০:৪৭

শিরোনাম :

দেশনেত্রীর জন্য জাতির প্রার্থনা আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা সহ সম্ভাব্য তারিখ জানালেন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম তারেক রহমানের দেশে আসার হিথ্রো বিমানবন্দরের ছবিটি পুরোনো, ভিন্নমতাবলম্বীদের  প্রচার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দকী-কে সুপ্রিম কোর্ট সচিবালয়ের সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব অর্পণ শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড তাড়াহুড়ো করে দুটি আইন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পাস করাতে চাইছেন:মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর বিবৃতি উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার জন্য বিভিন্ন সময়ে বন্দি অবশিষ্ট ২৪ জনকে অচিরেই মুক্তি দেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ (শীতকালীন)- ২০২৫ অনুষ্ঠিত

দেশনেত্রীর জন্য জাতির প্রার্থনা

ঘরের শত্রু ‘বিভীষণ’রাই তারেক রহমানের জন্য বড় হুমকি। এমন পরিস্থিতিতে তাঁর দেশে আসা শুধু ঝুঁকিপূর্ণ নয় অতিমাত্রায় বিপজ্জনক।

প্রকাশ: ২ ডিসেম্বর, ২০২৫ ৬:৪৮ অপরাহ্ণ

আতিকুর রহমান রুমন : বাংলাদেশ রাষ্ট্র গঠনের ইতিহাসে জিয়া পরিবার এমন একটি নাম, যাদের ত্যাগ, অবদান ও নির্যাতন ভোগের বর্ণনা একই সূত্রে গাঁথা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান মুক্তিযুদ্ধের ঘোষক ও দেশের স্বাধীনতার রূপকার হিসেবে যে রাজনৈতিক যাত্রা শুরু করেছিলেন; তা দ্রুতই রূপ নেয় একটি সম্ভাবনাময় রাষ্ট্রের ভিত্তি গড়ার মহাকর্মযজ্ঞে। বাকশালের একদলীয় শাসন বাতিল করে তিনি বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনেন। স্বাধীন গণমাধ্যমের শক্তি ফিরিয়ে দেন এবং কৃষি, শিল্প, শিক্ষা, পররাষ্ট্রনীতি প্রতিটি ক্ষেত্রে সুদূরপ্রসারী সংস্কার চালান। তলাবিহীন ঝুড়ির অপবাদে আখ্যায়িত বাংলাদেশের অর্থনীতিকে তিনি উনড়বয়নের সোপানে তোলেন; ফলে দেশিবিদেশি অনেক শক্তিই আতঙ্কিত হয়ে ওঠে। শেষ পর্যন্ত সেই আতঙ্ক থেকেই ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে একদল বিপথগামী সেনা কর্মকর্তারা তাঁকে নির্মমভাবে হত্যা করে। স্বামীর আকস্মিক শাহাদাতের পর বেগম খালেদা জিয়া যে অদমনীয় সাহস ও অনমনীয় দৃঢ়তা নিয়ে রাজনীতির ময়দানে এগিয়ে এসেছিলেন, তা বাংলাদেশের ইতিহাসে বিরল। ১৯৯০ সালের গণ অভ্যুত্থান থেকে শুরু করে ২০০৭-০৮ সালের অমানবিক কারাবাস কোনো পরিস্থিতিই তাঁকে দমাতে পারেনি। গুলশানে বালুর ট্রাকে অবরুদ্ধ বাসভবন, ষড়যন্ত্র, বাধা, মিথ্যা মামলা সবকিছু মাথা উঁচু করে মোকাবিলা করেছেন তিনি। সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার বা ফ্যাসিস্ট শেখ হাসিনার দীর্ঘ শাসনকাল কেউই তাঁকে নত করতে পারেনি।

বেগম খালেদা জিয়ার প্রতি শেখ হাসিনার গভীর ক্ষোভ কতটা তীব্র ছিল, তা নিম্নোক্ত বক্তব্যে স্পষ্ট : ২০১৯ সালের ৩ নভেম্বর রাজধানী ঢাকার খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘জেলহত্যা দিবস’ উপলক্ষে আয়োজিত আওয়ামী লীগের সভায় শেখ হাসিনা বলেন,“খুনিদের নিয়ে এত মায়াকানড়বা কেন? জেনারেল জিয়া একজন খুনি। তার স্ত্রী (বেগম খালেদা জিয়া), ছেলেও (তারেক রহমান) তা-ই। তারা শত শত মানুষকে হত্যা করেছে। এতিমের টাকা আত্মসাৎ করার দায়ে দণ্ডিত হওয়া ব্যক্তিদের নিয়ে এত মায়াকানড়বা কেন? চিকিৎসা নিয়ে এত কথা কেন?”শেখ হাসিনার সরকারের আমলে হয়রানিমূলক মিথ্যা মামলায় তাঁর দীর্ঘ কারাবাস এবং অনেকের মতে, জেলে বন্দি থাকা অবস্থায় বেগম খালেদা জিয়াকে ‘স্লোপয়জনিং’ করা হয়েছিল। সঠিক চিকিৎসা না হওয়ার ফলে তিনি হৃদরোগ, ডায়াবেটিস,আর্থ্রা ইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় আμান্ত হন। ধীরে ধীরে তাঁর দেহ ভেঙে পড়ে, পঙ্গুত্বের দিকে এগোতে থাকে। প্রায়ই হঠাৎ অসুস্থ হয়ে তাঁকে হাসপাতালে ছুটতে হয়। সর্বশেষ গত ২৩ নভেম্বর তিনি গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা তাঁর হার্ট ও ফুসফুসে সংক্রমণ শনাক্ত করেছেন। এখন তিনি জীবন মৃত্যুর এক গভীর সংকট জনক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন।

জিয়া পরিবারের দ্বিতীয় প্রজন্মও একই নৃশংসতার শিকার। তারেক রহমান, যিনি দলের পুনর্গঠন ও গণতন্ত্রের জন্য জনপ্রিয় নেতা হিসেবে উঠে দাঁড়িয়ে ছিলেন ২০০৭ সালে রাতের অন্ধকারে আটক হয়ে ভয়াবহ নির্যাতনের শিকার হন। রিমান্ডের নামে ইলেকট্রিক শক, শারীরিক নির্যাতন, শতাধিক মিথ্যা মামলা সব মিলিয়ে তাঁকে পঙ্গুত্বের দিকে ঠেলে দেওয়া হয়। রাজনীতির সঙ্গে যুক্ত না থাকা সত্তে¡ও তাঁর ছোট ভাই আরাফাত রহমান কোকোর ওপরও রাজনৈতিক প্রতিশোধ চালানো হয়। মায়ের কারাবাস, বড় ভাইয়ের ওপর নির্যাতন এবং দেশহীন জীবনের দুঃখে কোকো ২০১৫ সালে মালয়েশিয়ায় মৃত্যুবরণ করেন। নিজের দেশের মাটিতে শেষ নিশ্বাস ত্যাগের অধিকারও পাননি। শুধু দুই ভাই নয়, জিয়া পরিবারের নারী সদস্যরাও দীর্ঘদিন কষ্টময় প্রবাস জীবন কাটাচ্ছেন। এক-এগারোর সরকার এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার ১৬ বছরের শাসন এই পরিবারের ব্যক্তিজীবনকে ছিন্নভিন্ন করে দিয়েছে।

এত অন্যায়-অবিচারের পরও বেগম জিয়া দেশ ছেড়ে যাননি।পালালে হয়তো আজকের বাংলাদেশ অন্যরকম হতো। একএগারোর কঠিন সময়ে যদি তিনি দেশত্যাগ করতেন, দেশ দীর্ঘদিন বিদেশি প্রভাবের অধীনে বন্দি থাকত। তিনি থেকেছেন, লড়েছেন, ত্যাগ করেছেন, কিন্তু মাথা নত করেননি। তাঁর দুই ছেলেকে দেশছাড়া হতে হলেও তিনি নিজের অবস্থান ছাড়েননি। বর্তমানে বেগম খালেদা জিয়া যখন জীবনের কঠিন সংকট মুহ‚র্তে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন, তখন তাঁর বড় ছেলে তারেক রহমানও অসহায়। দেশে ছুটে আনতে না পেরে সন্তানের হৃদয় যেমন ব্যথায় ভারী, তেমনি একজন জাতীয় নেতার দায়িত্ববোধ তাঁকে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করছে। তিনি নিজেই জানিয়েছেন দেশে তাঁর ফেরাটা শুধু আবেগের বিষয় নয়; এটি একটি রাষ্ট্রিক সিদ্ধান্ত। দেশে চলমান অনিরাপদ পরিবেশ, রাজনৈতিক অস্থিরতা, ষড়যন্ত্রের জাল এবং আন্তর্জাতিক শক্তির অস্বচ্ছ আচরণÑ সব মিলিয়ে তাঁর দেশে ফেরার পথ এখনো নিরাপদ নয়। হঠাৎ আবেগে দেশে গেলে গণতন্ত্রের সংগ্রাম আরও বড় ক্ষতির মুখে পড়তে পারে। তাই তিনি অপেক্ষা করছেন যে মুহ‚র্তে উপলব্ধি করবেন যে রাষ্ট্রের নিরাপত্তা, দলের নেতৃত্ব ও দেশের ভবিষ্যৎ বিঘিড়বত হবে না সেই সময়ে দেশে ফিরবেন।

আন্তর্জাতিক ও দেশীয় কুচক্রী মহল তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালালেও বাস্তবতা হলোÑ তিনি পালিয়ে যাননি, দায়িত্ব থেকে সরে যাননি। বরং দেশের স্বার্থ, রাজনৈতিক স্থিতি এবং গণতন্ত্রের নিরাপত্তার কথা মাথায় রেখে অত্যন্ত পরিণত সিদ্ধান্ত নিচ্ছেন। বিএনপির কয়েকজন নেতা ইঙ্গিত দিয়েছেন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর, পরিস্থিতি যেমনই হোক, তিনি দেশে ফিরবেন এবং দলের নেতৃত্ব দেবেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহভাবে অবনতি হয়েছে। ৩০ নভেম্বর একাত্তর টিভির খবর :- ‘খুলনা আদালত চত্বরে প্রকাশ্যে দুইজনকে গুলি করে হত্যা’; ১৭ নভেম্বর প্রায় সব জাতীয় দৈনিকের শিরোনাম :- ‘মিরপুরে দোকানে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা’; ১৫ জুলাই ২০২৫ বাংলাদেশ টুডে-র শিরোনাম :- ‘১০ মাসে ৩৫৫৪ খুন, ৪১০৫ ধর্ষণ, ৮১৯ অপহরণ’; ১৫ অক্টোবর ২০২৫ সময় টিভির খবর :- ‘আট মাসে প্রতিদিন গড়ে ১১ জনকে হত্যা’ এমন অসংখ্য শিরোনামে গণমাধ্যম ভরে যাচ্ছে। রাজনৈতিক সহিংসতা, খুন, ধর্ষণ, ছিনতাই, অপহরণ সবকিছুই এমন পর্যায়ে পৌঁছেছে যে একজন জাতীয় নেতার নিরাপত্তা নিশ্চিত করা প্রায় অসম্ভব।

তার ওপর আছে দলের অভ্যন্তরের কিছু সন্দেহজনক চরিত্র যাদের বক্তব্য, আচরণ ও অবস্থান জনমনে বিভ্রান্তি তৈরি করে। এই ঘরের শত্রু ‘বিভীষণ’রাই তারেক রহমানের জন্য বড় হুমকি। এমন পরিস্থিতিতে তাঁর দেশে আসা শুধু ঝুঁকিপূর্ণ নয় অতিমাত্রায় বিপজ্জনক।

এ মুহ‚র্তে সবচেয়ে বড় দায়িত্ব হলো, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করা। তাঁরা এখন শুধু একটি পরিবারের সদস্য নন বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের দুটি স্তম্ভ। তারেক রহমান বেঁচে থাকলে শহীদ জিয়ার স্বপ্নের বিএনপি বাঁচবে; আর তাঁর কিছু হলে শুধু বিএনপিই নয়, দেশের গণতন্ত্রও চরম অনিশ্চয়তায় পড়বে। বেগম খালেদা জিয়া প্রমাণ করেছেন তিনি শুধু এক মায়ের নাম নন;তিনি পুরো জাতির অভিভাবক। দেশের ১৮ কোটি মানুষের দায়িত্ব এখন তাঁর পাশে থাকা, প্রার্থনা করা এবং তারেক রহমানকে সময় দেওয়া যেন তিনি নিরাপদে, সঠিক সময়ে প্রয়োজনীয় শক্তি নিয়ে দেশে ফিরতে পারেন।

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও সংগ্রামী রাজনীতির এক অনমনীয় প্রতীক বেগম খালেদা জিয়া আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে নিঃশব্দে লড়ে যাচ্ছেন এভারকেয়ার হাসপাতালের সাদা দেয়ালের মাঝে। ২৩ নভেম্বর রাত থেকে তাঁর শয্যার পাশে শুধু যন্ত্রের শব্দ, আর হাসপাতালের বাইরে অপেক্ষায় দাঁড়িয়ে থাকা অগণিত মানুষের মুখে অনিশ্চয়তার ছায়া। যেন পুরো জাতির নিশ্বাস আটকে আছে একটা খবরের অপেক্ষায়, একটা আশার আলোয় ভর করে।

গ্রামের মসজিদের মাইক থেকে শহরের ব্যস্ত মোড়ে দাঁড়ানো মানুষÑ সবাই এক সুরে দোয়া করছেন, তাঁর সুস্থতার জন্য রোজা রাখছেন, হাত তুলছেন আকাশের দিকে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও উপদেষ্টাগণ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা- কর্মী এবং সাধারণ জনগণ সবার কণ্ঠে একই প্রার্থনা :- বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরে আসুন আমাদের মাঝে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সসামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মাকে নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সবার সহমর্মিতার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এই দৃশ্যটি সত্যিই অভ‚তপূর্বÑ রাজনীতির বিবাদ ভুলে আজ সবাই এক প্রার্থনায় একত্র হয়েছেন।

যে মহীয়সী নারী দেশকে অন্ধকার থেকে আলো দেখিয়েছেন, কখনো দেশের মানুষকে ছেড়ে যাননি; দুঃসময়ে সাহস দিয়েছেন কোটি মানুষকে। সেই জননন্দিত নারীই আজ শুয়ে আছেন জীবনের সীমানায়। তাই প্রতিটি ঘরে, প্রতিটি হৃদয়ে নেমে এসেছে নীরব স্রোতের মতো উদ্বেগ আর অশ্রু ভেজা অপেক্ষা। কেউ নীরবে চোখের পানি মুছছেন, কেউ নিচু স্বরে দোয়া পড়ছেন। কোথাও কোনো স্লোগান নেই, কোনো দলীয় উত্তেজনা নেই আছে শুধু এক মমতাময়ী নেত্রীর প্রতি অটল ভালোবাসা ও মানবিক আর্তির প্রতিধ্বনি।

আজ রাজনীতি ভুলে মানুষ একত্র হয়েছে শুধু একজন মায়ের সুস্থতা কামনায়। কারণ বেগম খালেদা জিয়া কোনো সাধারণ রাজনীতিকের নাম নয় তিনি একটি ইতিহাস, একটি অনুভ‚তি, একটি সংগ্রামী জাতির দীর্ঘ অভিযাত্রার প্রতীক। তাঁর সুস্থতা তাই শুধু একটি পরিবারের নয় গোটা জাতির গভীর আকাঙ্খা । এই দোয়ার মুহ‚র্তগুলো প্রমাণ করে, মানুষের ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি।

আর সেই ভালোবাসাই হয়তো আবার টেনে আনবে প্রিয় নেত্রীকে জীবনের আলোয়, ফিরিয়ে দেবে স্বস্তির নিশ্বাস, ফিরিয়ে দেবে আশার দীপ্ত আলো। সবার কণ্ঠে আজ একটাই মিনতি ‘বেগম খালেদা জিয়া আমাদের মাঝে ফিরে আসুন, আল্লাহ তাঁকে সুস্থতা দান করুন।’ দেশের প্রতি জিয়া পরিবারের অসামান্য ত্যাগ ও দায়িত্ববোধ, জনগণ আজ যেমন শ্রদ্ধাভরে স্মরণ করছে, ভবিষ্যতেও সেই শ্রদ্ধা ও স্বীকৃতি তারা জিয়া পরিবারকে প্রদান করবেনÑ এটাই সবার গভীর বিশ্বাস।

লেখক : সিনিয়র সাংবাদিক, আহ্বায়ক, আমরা বিএনপি পরিবার ও সদস্য, বিএনপি মিডিয়া সেল

এক্সক্লুসিভ প্রধান খবর রাজনীতি লেখকের কলাম

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    দেশনেত্রীর জন্য জাতির প্রার্থনা

    সার বিতরণে হট্টগোল কৃষি কর্মকর্তার উপস্থিতিতে উপ-সহকারী কর্মকর্তাকে মারপিট হাসপাতালে ভর্তি

    লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে স্বেচ্ছাশ্রমে পরিত্যক্ত খেলার মাঠ সংস্কার

    পত্নীতলায় নিয়োগ বিধি বাস্তবায়নের দাবীতে পরিবার পরিকল্পান বিভাগের কর্মচারীদের কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচী পালিত

    বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফেনীর পৈতৃক বাড়ীতে দোয়া মাহফিল

    বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বাংলাদেশের চিকিৎসায় সর্বাধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণ দেয়া হচ্ছে : স্বাস্থ্য উপদেষ্টা

    আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা সহ সম্ভাব্য তারিখ জানালেন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম

    তারেক রহমানের দেশে আসার হিথ্রো বিমানবন্দরের ছবিটি পুরোনো, ভিন্নমতাবলম্বীদের  প্রচার

    বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার

    রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দকী-কে সুপ্রিম কোর্ট সচিবালয়ের সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব অর্পণ

    তরুণ ভোটারদের ভোটদানে আহ্বান আমিনুল হকের

    কুড়িগ্রামে প্রয়াত মুক্তিযোদ্ধা তারামন বিবি বীর প্রতীক এর ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত

    কুড়িগ্রামে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

    শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড

    কুড়িগ্রামে আর্ন্তজাতিক নারী প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

    বিপিএল ২০২৫-এর নিলাম শেষ: সাত দলের পূর্ণাঙ্গ স্কোয়াড প্রকাশ

    ‘আমরা বিএনপি পরিবার’র উদ্যোগে—বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

    ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব

    কুষ্টিয়ায়য় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

    সখিপুরে বাবাকে হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

    অফিসার্স ক্লাবের উদ্যোগে বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    দেশের ঐক্য ও শান্তির স্বার্থে বেগম জিয়ার আরোগ্য কামনা ইশরাকের

    চাঁদপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বিএনপিতে যোগ দিলেন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া

    অসুস্থ মায়ের পাশে থাকতে না পারা কত যন্ত্রণা সে সন্তানই বুঝতে পারে : মির্জা আব্বাস

    ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় অগ্রণী ব্যাংক জিয়া পরিষদ ‘র দোয়া মাহফিল অনুষ্ঠিত

    খালেদা জিয়া ক্ষমতার চেয়ে গণতন্ত্রকেই বড় করে দেখেছেন: আমিনুল হক

    বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল’র আয়োজন করেছে ‘আমরা বিএনপি পরিবার’


    • বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৬:০৫ পূর্বাহ্ণ
      সূর্যোদয়ভোর ৭:২৫ পূর্বাহ্ণ
      যোহরদুপুর ১২:৪৮ অপরাহ্ণ
      আছরবিকাল ৩:৫১ অপরাহ্ণ
      মাগরিবসন্ধ্যা ৬:১১ অপরাহ্ণ
      এশা রাত ৭:৩১ অপরাহ্ণ
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।