আজ শুক্রবার | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৬:৫১

নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ঃ সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় মঙ্গলবার বিকেলে আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত বাশঁবাড়ি সরকারী প্রাথমীক বিদ্যালয় মাঠে দোয়া ও মিলাদ মাহফিল এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে ধামসোনা ৯ নং ওয়ার্ড বিএনপি সভাপতি রওশন আলী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-পরিবার কল্যান বিষয়ক সমাপাদক ও সাবেক সংসদ সদস্য ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু । এ সময় তিনি দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছে। তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া কখনো কোনো স্বৈরাচারের সঙ্গে আপোষ করেননি। স্বৈরাচারের প্রস্তাবে দেশের বাইরে না গিয়ে কারাবরণ করেছেন। তবুও তিনি দেশ ছাড়েননি। দেশ ও দেশের মানুষের জন্য ছিলেন নিবেদিত প্রাণ। বেগম খালেদা জিয়া যেন আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসেন, সেজন্য সবাই দোয়া করবেন।’পরে মিলাদ ও দোয়ার পর সকলের মাঝে তবারক বিতরন করা হয়।
বিশেষ অতিথি বৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপি সাধারণ সম্পাদক আল-হাজ্জ আব্দুল গফুর মিয়া, সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মইনুদ্দিন বিপ্লব, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহন সহ ধামসোনা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:২৩ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৪২ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:১০ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:১৭ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৩৯ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৫৭ অপরাহ্ণ |