আজ সোমবার | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | রাত ১২:১১

জুলাই রেবেলস সংগঠনের সদস্য মোহাম্মদ রেজওয়ানের ওপর হামলার ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গ্রেফতারকৃতরা হলো: ১। মোঃ মাসুম এবং ২। মোঃ ফাহিম খান।
উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ০৭.৩০ ঘটিকার সময় রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টর এলাকায় কতিপয় দুর্বৃত্ত জুলাই রেবেলস সংগঠনের সদস্য মোহাম্মদ রেজওয়ানের ওপর হামলা চালায়। এতে তিনি আহত হলে দ্রুত তাকে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতাল প্রেরণ করা হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়।
হামলাকারীদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশ রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এই প্রেক্ষিতে রবিবার (১৪ ডিসেম্বর) ভোর আনুমানিক ০৫.৩০ ঘটিকার সময় রাজধানীর দক্ষিণখান এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় বর্ণিত দুই ব্যক্তিকে গ্রেফতার করে উত্তরা পূর্ব থানা পুলিশ।
মামলার সুষ্ঠু তদন্ত এবং এজাহারনামীয় অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে একটি সূত্র থেকে জানা যায় , জুলাই রেভেলস নামক সংগঠনটি একটি বড় রাজনৈতিক দলের ছত্রছায়ায় পরিচালিত। নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই সংগঠনের অফিসের সামনে মারামারির ঘটনা ঘটে। এতে ওই সদস্যের মাথা ফেটে গেছে।
নিজেদের মধ্যে আধিপত্যকে কেন্দ্র করে অফিসে দুইপক্ষের মারামারি ঘটনায় রেদোয়ান নামের একজন আহত হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি গণমাধ্যমকে বলেছেন উত্তরা পূর্ব থানার ওসি) মোরশেদ আলম ।
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:১২ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৩২ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১২:৫৩ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৩:৫৪ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১৪ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৩৪ অপরাহ্ণ |