আজ মঙ্গলবার | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | রাত ১২:০৩

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের তারিখ নির্ধারণ হওয়ায় দেশজুড়ে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
সোমবার দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়ন বিএনপি কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এ সময় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং রাঢ়ীখাল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. কবিরের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
মীর সরফত আলী সপু বলেন, তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় বিএনপি নেতাকর্মীরা অধীর আগ্রহে বসে আছেন। তাঁর আগমনেই দেশের চলমান সংকটের সমাধান শুরু হবে। আমরা মুন্সীগঞ্জ-১ আসনে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি।
তিনি আরও বলেন, বিতর্কিত ব্যক্তিদের দেওয়া খসড়া মনোনয়ন বাতিল করে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে বিএনপি আবারও জনগণের আস্থা ফিরে পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দোয়া মাহফলে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দেলোয়ার হোসেন, আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, বিএনপি নেতা খালেক শিকদার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ও প্রিন্স নাদিম মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:১২ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৩৩ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১২:৫৪ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৩:৫৪ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১৪ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৩৫ অপরাহ্ণ |