আজ বুধবার | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | রাত ১২:১১

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে অদ্য ১৬ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার জাতীয় প্যারেড স্কয়ারে সশস্ত্র বাহিনীর বিভিন্ন বিমান ও হেলিকপ্টারের মাধ্যমে ফ্লাইপাস্ট ও প্যারাজাম্পিং অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত অনুষ্ঠানটি অবলোকন করেন।
তাৎপর্যমন্ডিত ঐতিহাসিক এই অনুষ্ঠানকে রঙিন করতে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি এর দিক নির্দেশনায় বিমান বাহিনীর সার্বিক তত্ত্বাবধানে সেনা, নৌ ও বিমান বাহিনীর বিভিন্ন ধরণের বিমান ও হেলিকপ্টারের মাধ্যমে এক বর্ণিল ও মনোজ্ঞ ফ্লাইপাস্ট আয়োজন করা হয়।
এসময় বিডা এর নির্বাহী চেয়ারম্যান জনাব চৌধূরী আশিক মাহমুদ বিন ফারুক এর নেতৃত্বে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে ”টিম বাংলাদেশ” এর ৫৪ জন প্যারাট্রুপার বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০বি পরিবহন বিমান থেকে স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে বাংলাদেশের পতাকা নিয়ে প্যারাজাম্পিং করেন। এছাড়াও, বাংলাদেশ বিমান বাহিনীর একটি মনোজ্ঞ এ্যারোবেটিক প্রদর্শনীর মাধ্যমে ফ্লাইপাস্ট সমাপ্ত হয়।
উল্লেখ্য যে, বাংলাদেশ বিমান বাহিনীর বিমানসমূহের মাধ্যমে একই দিনে খুলনা-বাগেরহাট, কুষ্টিয়া-নাটোর-বগুড়া, চট্রগ্রাম-ফৌজদারহাট ও কক্সবাজার-মাতারবাড়ী এলাকায় বিশেষ ফ্লাইপাস্ট প্রদর্শিত হয়।
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:১৩ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৩৩ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১২:৫৪ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৩:৫৪ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১৪ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৩৫ অপরাহ্ণ |