আজ বুধবার | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | রাত ১২:০৮

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভার সাবেক-মেয়র যুবলীগ সভাপতি আলমগীর সরকার কে গতকাল গ্রেফতার করেছে থানা পুলিশ।
জানাযায়, দেশব্যাপী ডেভিল হান্ট-২ অভিযান পরিচালনা করছে থানা পুলিশ । এরই অংশ হিসাবে পৌর শহরে থানা পুলিশ অভিযান চালিয়ে সোমবার (১৫ ডিসেম্বর) রাতে সাবেক মেয়র আলমগীর সরকারের ভান্ডারা বাসা থেকে গ্রেফতার করেছে।
প্রসঙ্গত: আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালিন যুবলীগ সভাপতি আলমগীর সরকার ক্ষমতার দাপট দেখিয়ে সাংবাদিকের শার্টের কলার ধরে শায়েস্থা করেছেন। ২০১৮ সালে ৪ ফেব্রয়ারী আরেক স্থানীয় সাংবাদিক পৌরসভার রাস্থা নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশ করায় তাকে হত্যার হুমকি দিয়ে ইউএনও অফিস ঘেরাও করে বক্তব্য রাখেন।
এসময় তিনি বলেন একদিনে ২১ হাজার সাংবাদিক তৈরি করা হবে তোমার মত সাংবাদিকে শায়েস্থা করতে। এছাড়াও ২০২১ সালে দলের নির্দেশ অমান্য করে আলমগীর সরকার বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে ছিলেন। আওয়ামীলীগ তখন তাকে দল থেকে বহিস্কার করে। ২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে বহিস্কারাদেশ প্রত্যাহার করে যুবলীগ সভাপতির পদ ফিরে পান তিনি।
এপ্রসঙ্গে থানা ওসি তদন্ত রফিকুল ইসলাম বলেন,বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় আলমগীর সরকারকে কে গ্রেফতার করে ঠাকুরগাঁও আদালতে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:১৩ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৩৩ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১২:৫৪ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৩:৫৪ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১৪ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৩৫ অপরাহ্ণ |