আজ মঙ্গলবার | ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৭ হিজরি | বিকাল ৫:৪৯

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সারাদেশে দলটির নেতাকর্মীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার রাত ১২টা ১৫ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। প্রিয় নেতাকে এক নজর দেখার আশায় সকাল থেকেই হাজারো নেতাকর্মী রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কে অবস্থান নেন। ভোরের পরপরই বিমানবন্দর এলাকা নেতাকর্মীদের ঢলে মুখর হয়ে ওঠে।
নেতাকর্মীরা তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ডা. জুবাইদা রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার হাতে নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উড়িয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
‘মা, মাটি ডাকছে; তারেক রহমান আসছে’, ‘তারেক ভাই বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’—এমন স্লোগানে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
নেতাকর্মীদের ভিড় ও নিরাপত্তা ব্যবস্থাপনায় সকাল থেকে সড়কের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। যানবাহনে তল্লাশি চালানো হয়। পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা পুরো বিমানবন্দর সড়কে কঠোর নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছেন । টিকিট এবং বোর্ডিং পাশ চেক করে শুধুমাত্র যাত্রীদের প্রবেশ করতে দেয়া হচ্ছে বিমানবন্দরে।
ভিড় নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ছাড়াও পুলিশের বিশেষ শাখা (এসবি), গোয়েন্দা পুলিশ ও র্যাব দায়িত্ব পালন করে।
নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:১৯ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৪০ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:০১ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:০২ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:২২ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৪২ অপরাহ্ণ |