আজ মঙ্গলবার | ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৭ হিজরি | দুপুর ২:০৪

দীর্ঘ ২৪ ঘণ্টার জার্নি শেষে বাসায় ফিরেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় গুলশানের ১৯৬ নম্বরের নবনির্মিত বাসভনে উঠেন তিনি। এর আগে ১৭ বছরের লন্ডনের নির্বাসন জীবন শেষে আজ বেলা সাড়ে ১১টায় স্ত্রী-কন্যাকে নিয়ে ঢাকায় অবতরণ করেন তিনি। এরপর বিকালে পূর্বাচলের তিনশ’ ফিটের সংবর্ধনা মঞ্চে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন। সেখান থেকে যান এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে দেখতে। হাসপাতাল থেকে রাত ৭টা ৩০ মিনিট রওনা করেন।
রাত ৮ টা ৩০ মিনিটে বাসার সামনে গাড়ি থেকে নেমে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান।
এসময় তিনি বলেন, সকল থেকে আপনারা সারাদিন এখন পর্যন্ত অনেক কষ্ট করেছেন আমি আপনাদের জন্য দোয়া করি আমার জন্য আপনার দোয়া করবেন। এতথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:১৯ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৪০ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:০১ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:০২ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:২২ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৪২ অপরাহ্ণ |