আজ সোমবার | ২১শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |১৬ই রজব, ১৪৪৭ হিজরি | সকাল ৯:৩৭

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে অবৈধ অস্ত্র উদ্ধার ও শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য র্যাব দেশব্যাপী সাঁড়াশি অভিযান পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায়, গত ০১ জানুয়ারি ২০২৬ তারিখ দিবাগত রাতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরীর শাহ আলী থানাধীন গোড়ার চটবাড়ি বেড়ীবাধ এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্রধারী ০৩ জন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করে। পরবর্তীতে পল্লবী থানাধীন লালমাটি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলো – (১) ফাইজুর রহমান মুক্তি @ ডন মুক্তি (৫৫), (২) শাকির আহম্মেদ সুমন @ হকি সুমন (৪৫) এবং (৩) গোলাম মোস্তাফা কামাল বাপ্পি @ সুটার বাপ্পি (৪৫)। উল্লেখ্য যে, গত ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে আরেক শীর্ষ সন্ত্রাসী মোঃ সজিব ইসলাম @ ভাগিনা সজিব (২২)’কে ০১টি বিদেশী পিস্তল, ০১টি ম্যাগাজিন, ০৩ রাউন্ড গুলিসহ র্যাব-৪ আটক করেছিল।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল জানতে পারে ঢাকা মহানগরীর শাহ আলী থানাধীন গোড়ার চটবাড়ি বেড়ীবাধ এলাকায় কতিপয় চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে তৎক্ষণাৎ র্যাব-৪ এর আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে অভিযুক্তদের গ্রেফতার করে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঢাকা মহানগরীর পল্লবী থানা এলাকায় বসবাস করেন এবং তাদের কাছে অবৈধ অস্ত্র রয়েছে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন লালমাটি উচ্চ বিদালয় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। আসামিদের দেয়া তথ্য মতে অভিযান পরিচালনা করে ০১টি বিদেশী পিস্তল, ০১টি বিদেশী রিভলবার, ০১টি ম্যাগাজিন এবং ১১ রাউন্ড তাঁজা গুলি উদ্ধার করা হয়। তারা আরো জানায় যে, উদ্ধারকৃত অবৈধ অস্ত্র দিয়ে তারা ঢাকা মহানগরীর মিরপুর, পল্লবী, রূপনগর ও শাহ আলী থানাসহ আশপাশের এলাকার মানুষদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে চাঁদাবাজিসহ নানা ধরনের অপরাধমূলক ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। এছাড়াও একই অভিযানে উক্ত আসামিদের সহিত কুখ্যাত মাদক ব্যবসায়ী বাবু @ পিচ্চি বাবু (৩৮)’কে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে মর্মে জানা যায়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে।
সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:২১ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৪২ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:০৪ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:০৫ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:২৬ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৪৬ অপরাহ্ণ |