আজ সোমবার | ২১শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |১৬ই রজব, ১৪৪৭ হিজরি | সকাল ৯:৩৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে। এর আগে থানায় বসে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে মাহদী হাসানের উত্তপ্ত বাক্যবিনিময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
গত বৃহস্পতিবার গভীর রাতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা এলাকার এনামুল হাসান নয়ন নামে একজনকে আটক করে পুলিশ। পরে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ এর অংশ হিসেবে নয়নকে আটক করা হয়েছে। তবে নয়নকে আটকের খবর ছড়িয়ে পড়লে ছাত্র ও সাধারণ জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে রাতেই থানা এলাকায় জড়ো হতে থাকেন তারা। পরবর্তীতে শুক্রবার সকাল থেকে বিক্ষোভ ও থানা ঘেরাও কর্মসূচি দেয়া হয়।
পরবর্তীতে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসানের উত্তপ্ত বাক্যবিনিময়ের একটি ভিডিও ভাইরাল হয়।
যেখানে নয়নকে সম্মুখ সারির জুলাই যোদ্ধা দাবি করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে বলেও দাবি করেন মাহদী হাসান। একপর্যায়ে টানা কয়েক ঘণ্টা ছাত্র-জনতার অবস্থান ও বিক্ষোভের মুখে শুক্রবার বিকেল ৩টার দিকে অভিভাবকের জিম্মায় নয়নকে ছেড়ে দেয় পুলিশ।সূত্র: মানবজমিন
সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:২১ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৪২ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:০৪ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:০৫ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:২৬ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৪৬ অপরাহ্ণ |