আজ শুক্রবার | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি | বিকাল ৩:৩৫

বিএনপির সমর্থনে সংসদ সদস্য প্রার্থী হওয়া গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকির (জোনায়েদ সাকি) শক্ত বাধা দূর হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য আবদুল খালেক ভোটের লড়াই থেকে সরে দাঁড়াচ্ছেন। এমন আভাস পাওয়া গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আবদুল খালেকের বৈঠকের পর।
গত মঙ্গলবারের ওই বৈঠকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে। এরপরই ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের লড়াইয়ে হিসাব-নিকাশ নতুন করে শুরু হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আবদুল খালেককে ডেকে নিয়ে কথা বলার পরই তার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর এবং তাকে কি আশ্বাস দেওয়া হয়েছে– তা নিয়ে নানা কথা ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে আবদুল খালেক ইনডিপেনডেন্টকে বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে কিছু নির্দেশনা দিয়েছেন। তার সম্মানেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াতে মনস্থির করেছেন। তবে এ নিয়ে তিনি আজ বৃহস্পতিবার সমর্থকদের সঙ্গে বসবেন।
চেয়ারপারসনের অফিসে প্রায় ৪০ মিনিটব্যাপী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর তার মধ্যে কথা হয়েছে জানিয়ে আবদুল খালেক বলেন, ‘দেশের স্বার্থে তিনি (তারেক) আমাকে ত্যাগ স্বীকার করতে বলেন। খুব বিনয় ও আন্তরিকভাবে তিনি কথা বলেছেন। তাছাড়া তিনি আমাকে সম্মানজনক ব্যবস্থা করবেন বলেও আশ্বস্ত করেছেন। দলের বহিষ্কারাদেশও উঠে যাবে।’
শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:২৩ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৪২ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:১০ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:১৭ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৩৯ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৫৭ অপরাহ্ণ |