আজ শনিবার | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |৫ই শাবান, ১৪৪৭ হিজরি | রাত ১০:০৯

কামরুল হাসান বাবলু : বিএনপির ঢাকা মহানগর উত্তরের অন্যতম যুগ্ম আহ্বায়ক ও ঢাকা ১৮ আসনের ধানের শীষের প্রার্থী জাহাঙ্গীর হোসেন তার নির্বাচনী এলাকার দক্ষিণখান এর সর্বস্তরের জনগণের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, এই এলাকার জনগণ অবহেলিত রয়েছে বহু বছর ধরে। এবার সুযোগ এসেছে ধানের শীষের পার্থীকে জয় করে এনে উন্নয়নের জোয়ার বয়ে দেয়ার ।তিনি বলেন , আপনাদের পূর্ণ অঅমর্থন থাকলে আমি জয়ের ব্যাপারে নিরাশ হবো না। আমিও জয়ের বিষয়ে আশাবাদী। যদি সুষ্ঠু নির্বাচন হয় ইনশাআল্লাহ এবারও জয়লাভ করবো।
তিনি বলেন, আমি প্রতিশ্রুতি করছিনা , আমি ওয়াদা করছি যদি আমাকে আপনারা নির্বাচিত করেন আজ যে অবস্থায় আমি আপনাদের সাথে কথা বলছি ঠিক সেই ভাবে আগামীতেও কথা বলবো ।তিনি বারবার বিশেষ এলাকার গ্যাস ,বিদ্যুৎ ,পানি ,রাস্তা এবং জলাবদ্দতার সমস্যার কথা তুলে বলেন , আমি আপনাদের সন্তান । এই সমস্যা গুলোর অংশীদার আমিও । ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসলে আমি সহ আপনারা এই সব সমস্যা থেকে মুক্ত হবোই এবার ।
গতকাল শুক্রবার নির্বাচনী প্রচারণা শেষে রাতে দক্ষিণখান থানা বিএনপির উদ্যোগে আয়োজিত প্রথম নির্বাচনী সভায় জনগণের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের ভোটে আমরা সরকার গঠন করতে পারি তাহলে দলের চেয়ারম্যান তারেক রহমানের প্ল্যান অনুযায়ী ফ্যামিলি কার্ড, ফারমার্স কার্ড এবং হেল্থ কার্ড দেয়া হবে। ১৮ মাসে সারাদেশ থেকে দেড় কোটি মানুষকে চাকুরী দেয়ার পরিকল্পনা রয়েছে।
জাহাঙ্গীর বলেন, ভয় পাচ্ছি ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে। সরকারের একটি মহল বিশেষ কিছু প্রার্থীকে পরাজিত করার চেষ্টা করবে। সেখানে আমরা ক্ষতিগ্রস্ত হবো কিনা জানি না। কিন্তু তারা চেষ্টা করবে। তারপরও আমাদের কর্মীদের যে মনোবল দেখেছি আমি মনে করি সকল ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ।
সকল ভোটারদের উদ্দেশ্যে বলেন , আর অপেক্ষা নয় এখন থেকে ঘরে ঘরে গিয়ে ভোটারদের সাথে কথা বলতে হবে , তাদের দুঃখ দুর্দশার কথা শুনতে হবে ।এই সময় ভোটাররা পার্থীকে প্রতিশ্রুতি দিয়ে বলেছেন , আমরা এই এলাকা থেকে ৩৫ হাজার ভোট উপহার দিবো । এই সময় প্রার্থীর প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করে ভোট দিবো কিসে , ধানের শীষে এমন স্লোগানে স্লোগানে মুখরিত হয় সভার স্থল ।
নির্বাচনী প্রথম সভায় ধক্ষিনখান থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম বাবলুর সার্বিক তত্ত্বাবধানে থানার আহ্বায়ক হেলাল তালুকদারের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন ধানের শীষের প্রাথী এস এ জাহাঙ্গীর ।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন , ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন , আফাজ উদ্দিন , সদস্য ও সাবেক কমিশনার মো”আলী , ঢাকা মহানগর উত্তর স্বেচ্চাসেবক দলের সাংগঠনিক সম্পাদক এস এ খোকন প্রমুখ ।
এদিকে বৃহত্তর উত্তরা ৭ টি থানা নিয়ে নির্বাচনী আসন ঢাকা-১৮ । এবার এ আসন থেকে বিএনপি সহ বিভিন্ন দলের ৮ জন এবং স্বতন্ত্র দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন । গত ২২ জানুয়ারি বৃহস্পতিবার ২০২৬ থেকে প্রচার প্রচারণায় মাঠে নামেন প্রার্থীরা ।
শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:২৩ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৪২ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:১০ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:১৭ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৩৯ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৫৮ অপরাহ্ণ |