আজ শনিবার | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |৫ই শাবান, ১৪৪৭ হিজরি | রাত ৮:৫৫

গত ২২ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জ মডেল উপজেলার হযরতপুর ইউনিয়ন এর ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে একদল দুস্কৃতিকারি গুলি চালিয়ে হযরতপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুরুতর আহত করে। আজ বিকেল ৪টায় রাজধানীর হলি ফ্যামেলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসান মোল্লা মৃত্যুবরণ করেছেন। দুস্কৃতিকারিদের গুলিতে হাসান মোল্লার মৃত্যুতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক শোক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “গত ২২ জানুয়ারী ২০২৬, দুস্কৃতিকারিদের গুলিতে গুরুতর আহত হযরতপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হাসান মোল্লা’র মৃত্যুতে তার পরিবার-পরিজনদের প্রতি আমি গভীর শোক ও সহমর্মিতা জ্ঞাপন করছি। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে বিশ^াসী মরহুম হাসান মোল্লা গণতান্ত্রিক প্রতিটি আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করেছেন। তার মৃত্যুতে হযরতপুর ইউনিয়ন বিএনপি’র যে ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয়।
জাতীয়তাবাদী শক্তির একজন বলিষ্ঠ সৈনিক হওয়ার কারণেই হাসান মোল্লাকে টার্গেট করা হয়েছিল। যার ফলশ্রুতিতে দুস্কৃতিকারিরা দুদিন আগে তাকে গুলি করে এবং আজকে তার মৃত্যু হয়। এটি একটি সুপরিকল্পিত হত্যাকান্ড। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে দেশকে অস্থিতিশীল করার এটি নিঃসন্দেহে একটি সুদুরপ্রসারী মাস্টারপ্ল্যান। সরকার আইন শৃঙ্খলার উন্নতিতে তৎপরতা দেখাতে পারছে না বলেই খুন-জখমের মতো রক্তাক্ত পরিস্থিতির অবসান হচ্ছে না। অবিলম্বে সন্ত্রাসীদের দমন করে রাষ্ট্র ও সমাজ থেকে ভয়ভীতি ও আতঙ্ক দুরিভূত করতে হবে। অন্যত্থায় আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে কিনা তা নিয়ে জনমনে শঙ্কা তৈরী হবে। জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তকারিরা বসে নেই, তারা ধারাবাহিকভাবে হিংস্র সহিংসতা চালিয়ে রাজনৈতিক হীন উদ্দেশ্য সাধন করতে চায়। কিন্তু সরকার চক্রান্তকারিদের উচ্ছেদ করতে ব্যর্থ হচ্ছে। ফলে একের পর এক গণতন্ত্রমনা রাজনৈতিক নেতা হত্যাকান্ডের শিকার হচ্ছেন। তাই এ মূহুর্তে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে দুর্বৃত্তদের রুখে দিতে হবে।”
বিএনপি মহাসচিব বিবৃতিতে হাসান মোল্লা’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাকে হত্যাকারী দুস্কৃতিকারিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। বিএনপি মহাসচিব হাসান মোল্লা’র পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:২৩ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৪২ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:১০ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:১৭ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৩৯ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৫৮ অপরাহ্ণ |