আজ বুধবার | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | সকাল ১১:২০

সখিপুর (টাংগাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের সখিপুরে বাবাকে হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (৩০ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল জ্যেষ্ঠ ও জেলা দায়রা জজ আদালতের বিচারক হাফিজুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) শফিকুল ইসলাম রিপন জানান।দণ্ডপ্রাপ্ত ওয়াহেদ আলী ওরফে ওয়াহেদুজ্জামান উপজেলার দারিপাকা পশ্চিম পাড়ার আব্দুস সামাদের ছেলে।
মামলার বরাতে আইনজীবী বলেন, ওয়াহেদ ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি নেশার টাকার জন্য দুপুরে তার মাকে মারপিট করেন। পরে বাবা তার মাকে এক আত্মীয়ের বাড়ি পাঠিয়ে দেন। রাতে বাবাকে (৬৫) বাড়িতে একা পেয়ে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেন ওয়াহেদ।পর দিন আব্দুস সামাদের ভাই আব্দুস রশীদ মিয়া বাদী হয়ে ওয়াহেদকে আসামি করে মামলা করেন। এরপর পুলিশ ওয়াহেদকে গ্রেপ্তার করে।তদন্ত শেষে সখিপুর থানার এসআই সুকান্ত রায় ২০২৪ সালের ৩০ মে আদালতে অভিযোগপত্র জমা দেন। চলতি বছরের ১ জানুয়ারি আদালত ওয়াহেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। মামলায় ১২ জন সাক্ষ্য দেন। আইনজীবী শফিকুল ইসলাম বলেন, বিচারক আসামিকে মৃত্যুদণ্ড ছাড়াও ২০ হাজার টাকা জরিমানা করেছেন।
বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:০৫ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:২৫ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১২:৪৮ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৩:৫১ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১১ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৩১ অপরাহ্ণ |