আজ বুধবার | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | রাত ১১:২৪

সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি : টাঙ্গাইলের সখিপুরে আওয়ামী লীগের তিনজন ও কৃষক লীগের একজনসহ চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে ও বুধবার ভোরে সখিপুর থানা-পুলিশ উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন—উপজেলার কাকড়াজান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামাল হোসেন (৪০), কালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্বাস শিকদার (৪৭), দারিয়াপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এমএ হাকিম (৪৫) ও উপজেলা কৃষকলীগের সাবেক কোষাধ্যক্ষ ওয়াদুদুর রহমান শাহীন (৪৭)।
সখিপুর থানার পরিদর্শক (তদন্ত) প্রভাষ কুমার বসু এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার মামলায় একজন এজাহার নামীয় ও অপর তিনজনকে ওই মামলার তদন্তে সন্দেহভাজন আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরের দিকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:১৩ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৩৪ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১২:৫৪ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৩:৫৫ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১৫ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৩৬ অপরাহ্ণ |