আজ মঙ্গলবার | ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৭ হিজরি | বিকাল ৩:৫৯

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়ার পাশে সময় কাটিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল সন্ধ্যায় হাসপাতালে মা-ছেলের সাক্ষাৎ হয়। ১৭ বছর পর দেশের মাটিতে নেমে ব্যাপক সংবর্ধনা পান তারেক রহমান। জনস্রোতে অভ্যর্থনায় সিক্ত হয়ে পূর্বাচলের সংবর্ধনা মঞ্চে যান তিনি। সেখান থেকে মাকে দেখতে যান এভারকেয়ার হাসপাতালে। ৫ টা ৫৪ মিনিটের দিকে তিনি হাসপাতালে প্রবেশ করেন। প্রায় ১ ঘণ্টা ৩৬ মিনিট তিনি মায়ের শয্যাপাশে ছিলেন। মা-ছেলে সাক্ষাৎ করার মুহূর্তটি ছিল আবেগঘন। তারেক রহমানের সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
গতকাল দুপুরে লন্ডন থেকে তারেক রহমান ঢাকায় আসেন। বিমানবন্দর থেকে তিনি সরাসরি জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে সংবর্ধনাস্থলে যান। সেখানে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও বক্তৃতা শেষে এভারকেয়ারের দিকে রওনা হন। নেতাকর্মীদের ভিড়ের কারণে তাকে বহনকারী গাড়ি হাসপাতালে পৌঁছাতে অনেক সময় লাগে। পথে সড়কের দুই পাশে ছিল হাজারো নেতাকর্মী। প্রিয় নেতাকে একনজর দেখার জন্য সড়কে দীর্ঘ সময় অপেক্ষা করছিলেন তারা। তারেক রহমানও নেতাকর্মীদের প্রতি হাত নেড়ে এই ভালোবাসার জবাব দেন।
হাসপাতালে তারেক রহমানের সঙ্গে আরও ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ডা. এজেডএম জাহিদ হোসেনসহ দলের শীর্ষপর্যায়ের নেতারা। তারেক রহমানের সঙ্গে দেশে ফিরেছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। বিমানবন্দর থেকে জুবাইদা রহমান ও জাইমা রহমান গুলশানের বাসায় চলে যান। পরে সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে আসেন তারা।
হাসপাতালে বেরিয়ে গুলশান এভিনিউ’র ১৯৬ নম্বর বাড়িতে তারেক রহমান পৌঁছান রাত সাড়ে ৮টার দিকে। এই বাড়িতেই থাকবেন তিনি। সর্বশেষ গত ৬ই মে লন্ডনে মা-ছেলে একসঙ্গে ছিলেন। লন্ডনে চিকিৎসা শেষে ওই দিন বেগম খালেদা জিয়া দেশের উদ্দেশ্যে রওনা হন।
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:১৯ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৪০ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:০১ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:০২ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:২২ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৪২ অপরাহ্ণ |