আজ মঙ্গলবার | ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৭ হিজরি | বিকাল ৪:০২

মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃকুড়িগ্রামে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসব মুখর পরিবেশে জমে উঠেছে। বিভিন্ন রাজনৈতিক দলের মনোনিত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র রিটার্নিং অফিসারের নিকট জমা দিয়েছে। সকল আশংকা কাটিয়ে অবশেষে জাতীয় পার্টির ৪ প্রার্থী নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে তাদের মনোনয়ন পত্র স্ব স্ব রিটার্নিং অফিসারের নিকট জমা দিয়েছেন।
গতকাল সোমবার কুড়িগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার অন্নপূর্ণা দেবনাথ এর কার্যালয়ে ২৬, কুড়িগ্রাম-২ আসনে জাতীয় পার্টির মনোনিত প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ এর পক্ষে তার পুত্র আবু সুফিয়ান পাভেল, ২৬, কুড়িগ্রাম-২ আসনে নাগরিক ঐক্যের মনোনিত প্রার্থী মেজর মুহাম্মদ আব্দুস সালাম (অব), ২৬, কুড়িগ্রাম-২ আসনে এবি পার্টির মনোনিত প্রার্থী মোঃ নজরুল ইসলাম খান সহ একাধিক প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মামলার কারণে আওয়ামীলীগ অংশ নিতে না পারলেও এবার জাতীয় পার্টির অংশগ্রহণের কারণে ভোটারদের মাঝে অনেকটা স্বস্তি এসেছে।
বিএনপি জোটের সাথে ইসলামী সমমনা ১২ দলীয় জোটের প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণায় শীতের আমেজে ভোটারদের মাঝে উৎসবের আমেজ তৈরি হয়েছে। দীর্ঘদিনের জাতীয় পার্টির দুর্গ খ্যাত বৃহত্তর রংপুরের অংশ হিসেবে কুড়িগ্রাম জেলায় জাতীয় পার্টির প্রার্থীরা আবারো তাদের আসন ধরে রাখার জন্য জোড়ালো ভাবে নির্বাচনী প্রচারণায় ইতোমধ্যেই নেমে পড়েছেন। কুড়িগ্রাম জেলায় ব্যাপক উন্নয়নের নানামুখী প্রতিশ্রæতি দিয়ে প্রতিদিন প্রার্থীরা তাদের নির্বাচনী এলাকায় ভোটারদের দুয়ারে গিয়ে আগাম ভোট প্রার্থনা করছেন। সবগুলো প্রার্থীই হেবিওয়েট হওয়ায় আগাম কারো বিজয় নিশ্চিত হতে পাচ্ছে না সাধারণ মানুষ। অনেকের ধারণা মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য বিজয়ী প্রার্থীর সমন্ধে ধারণা পাওয়া যেতে পারে।
কুড়িগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার অন্নপূর্ণা দেবনাথ জানান, কুড়িগ্রামে শান্তিপূর্ণ পরিবেশে প্রার্থীরা তাদের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন। এখন পর্যন্ত কোন ধরণের নির্বাচনী সহিংসতার ঘটনা আমাদের নজরে আসেনি। কুড়িগ্রামের মানুষ শান্তিপ্রিয়, সংসদ নির্বাচনের সাথে গণভোটের বিষয়টি সকল প্রার্থীদের আমরা মিটিং করে বিষয়টি বুঝিয়ে দিব।
জাতীয় পার্টির মনোনিত প্রার্থী জেলা জাপার আহŸায়ক আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ জানায়, জাতীয় পার্টি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের চেয়ারম্যান জিএম কাদের স্যারের নির্দেশে অংশ নিচ্ছি। আমরা আসন্ন নির্বাচনী কার্যক্রম নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছি। এখন পর্যন্ত আমাদের চোখে কোন ধরণের সমস্যা ধরা পড়েনি।
নাগরিক ঐক্যের মনোনিত প্রার্থী মেজর মুহাম্মদ আব্দুস সালাম (অব) জানায়, কুড়িগ্রামের মানুষ দীর্ঘ সময় ধরে উন্নয়ন বঞ্চিত হয়ে আসছে। যোগ্য প্রার্থী সংসদে না যাওয়ায় দেশ স্বাধীনের অর্ধশত বছর পরেও এই অঞ্চলের মানুষের দারিদ্রতা এখনও কমেনি। ব্যাপক কর্মসংস্থান ও উন্নয়নের জন্য ২৬, কুড়িগ্রাম-২ আসনে সাধারণ ভোটারদের সমর্থন কামনা করছি।
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:১৯ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৪০ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:০১ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:০২ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:২২ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৪২ অপরাহ্ণ |