আজ শুক্রবার | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি | সকাল ১১:০৫

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা : দেশের প্রত্যন্ত ও সীমান্ত এলাকার শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কুমিল্লার ঝাকুনিপাড়ার গাজবাড্ডা হাই স্কুলে অনুষ্ঠিত হলো বিশেষ সচেতনতামূলক কর্মসূচি ‘টক হোপ ফর লাইফ’। ডাঃ মুহাম্মদ ফখরুল ইসলাম ফাউন্ডেশন এবং চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টার যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
স্বেচ্ছাসেবী সংস্থা শ্যাডো (SHADOW) এবং টক হোপ বাংলাদেশ-এর সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল সুবিধাবঞ্চিত এলাকার শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যা প্রতিরোধ ও মানসিক সুস্বাস্থ্য সম্পর্কে ধারণা দেওয়া।
গ্রামীণ জনপদে সচেতনতার আলো: অনুষ্ঠানে মানসিক চাপের লক্ষণ শনাক্তকরণ এবং লোকলজ্জার ভয় কাটিয়ে সাহায্য চাওয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। বিদ্যালয়ের একজন শিক্ষক জানান, গ্রামীণ ও সীমান্ত এলাকার শিক্ষার্থীদের জন্য এই ধরনের উদ্যোগ অত্যন্ত বিরল কিন্তু সময়োপযোগী।
বিশিষ্ট ব্যক্তিবর্গের বক্তব্য: ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ মুহাম্মদ ফখরুল ইসলাম বাবু বলেন, “সীমান্ত ও গ্রামীণ এলাকার শিশুদেরও উন্নত শহরের মতো সমান মনোযোগ ও সহায়তা পাওয়ার অধিকার রয়েছে। সেই লক্ষ্যেই আমরা কাজ করছি।”
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন রনি এবং টক হোপ-এর সমন্বয়ক জারিন তাসনীম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সাহায্য চাওয়া কোনো দুর্বলতা নয়, বরং এটি সুস্থ হয়ে ওঠার একটি সাহসী পদক্ষেপ। টক হোপ-এর প্রতিনিধি আফতাব আহমেদ ফারদিন শিক্ষার্থীদের একে অপরের প্রতি সহমর্মী হওয়ার আহ্বান জানান।
আয়োজক সংস্থাগুলো জানায়, একটি সহানুভূতিশীল ও মানসিকভাব সুস্থ সমাজ গঠনে সারা বাংলাদেশে এই সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:২৩ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৪২ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:১০ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:১৭ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৩৯ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৫৭ অপরাহ্ণ |