আজ শুক্রবার | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি | বিকাল ৩:৩২

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন নির্বাচন কমিশনের বরাদ্দ অনুযায়ী ‘ধানের শীষ’ প্রতীক পেয়েছেন।
সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই শেষে আজ আনুষ্ঠানিকভাবে তাকে প্রতীক বরাদ্দ দেওয়া হয় নির্বাচন কমিশন থেকে । প্রতীক পাওয়ার পর বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের ভরসার স্থল জাহাঙ্গীর প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, জনগণের সমর্থন নিয়ে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি সর্বাত্মক ভাবে কাজ করে যাবেন। এলাকার জনগণের সুখদুঃখের সাথী হয়ে থাকবেন । যেমনটা আগেও ছিলেন ।
তিনি রাজধানীর ঢাকা ১৮ আসন এলাকায় গণসংযোগ, পথসভা, কর্মীসভা এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক সভা করে নির্বাচনী প্রস্তুতি জোরদার করেন ।
অন্যদিকে প্রতীক বরাদ্দের পর পরেই দলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দেয়।এলাকার সন্তান হিসেবে জাহাঙ্গীরের ব্যাপক সমর্থন রয়েছে সর্বত্রয়েই ।
এদিকে বৃহত্তর উত্তরা ৭ টি থানা নিয়ে নির্বাচনী আসন ঢাকা-১৮ । এবার এ আসন থেকে বিএনপি সহ বিভিন্ন দলের ৮ জন এবং স্বতন্ত্র দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন ।কাল বৃহস্পতিবার থেকে প্রচার প্রচারণায় মাঠে নামবেন প্রার্থীরা ।
শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:২৩ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৪২ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:১০ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:১৭ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৩৯ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৫৭ অপরাহ্ণ |