আজ শনিবার | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |৫ই শাবান, ১৪৪৭ হিজরি | রাত ২:৫৪

রাজধানীর বনশ্রী এলাকায় এক নারী সাংবাদিককে শ্লীলতাহানি ও হেনস্তার ঘটনায় জড়িতের অভিযোগে প্রধান অভিযুক্তসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব। বৃহস্পতিবার দুপুরে র্যাব-৩ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, প্রধান অভিযুক্ত সোয়েব রহমান ওরফে জিশান (২৫) এবং মো. রাইসুল ইসলাম (২১) ও মো. কাউসার হোসেন (২১)।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাতে রাজধানীর রামপুরা এলাকায় যৌন হয়রানিসংক্রান্ত একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি র্যাবের নজরে আসে এবং তাৎক্ষণিকভাবে গুরুত্বসহকারে ছায়াতদন্ত শুরু হয়। ওই ঘটনায় রামপুরা থানায় একটি মামলা হয়। এরপর ওই মামলার প্রধান আসামি জিশানকে বুধবার দিবাগত গভীর রাতে রাজধানীর মেরাদিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ফুলহাতায়। পরে জিশানের দেয়া তথ্য অনুযায়ী আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বেইলি রোড থেকে রাইসুল ইসলাম ও গেন্ডারিয়া থেকে কাউসার হোসেনকে গ্রেপ্তার করা হয়। রাইসুলের বাড়ি বরিশাল সদর উপজেলার চহটা এবং কাউসার হোসেনের বাড়ি বরিশাল সদর উপজেলার রাজ্জাকপুরে।
উল্লেখ্য, একটি ইংরেজি দৈনিকের নারী সাংবাদিক তার ছোট ভাইকে নিয়ে গতকাল বুধবার রাত পৌনে ৮টার দিকে বনশ্রী ই-ব্লকের ৩ নম্বর রোডের মুখে একটি জুসের দোকানে যান। এ সময় স্থানীয় কয়েকজন যুবক তাকে উত্ত্যক্ত করেন। এতে তার ভাই প্রতিবাদ করলে তারা তাকে মারধর করেন। এ সময় ওই সাংবাদিক বাধা দিলে তারা তাকে মারধর ও শ্লীলতাহানি করেন।
ঘটনাটি নিয়ে ওই সাংবাদিক তার ফেসবুকে স্ট্যাটাস দেন। এরপর গতকাল রাতে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:২৩ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৪২ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:১০ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:১৭ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৩৯ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৫৭ অপরাহ্ণ |