আজ শুক্রবার | ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ |৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | রাত ১১:৩৩
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন ১৮টি ওয়ার্ডের জনদুর্ভোগ কমাতে ড্রেনেজ ও রাস্তার উন্নয়নের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।
বুধবার (০৭ মে ২০২৫) রাজধানীর দক্ষিণখানে নবনির্মিত সড়ক উদ্বোধনকালে ডিএনসিসি প্রশাসক এসব কথা বলেন।
তিনি এসময় আরও বলেন, প্রাথমিক পর্যায় রাস্তাগুলোকে ৩০ ফিট করে করা হয়েছে। পরবর্তীতে এই মূল সড়কগুলো ৭০ থেকে ১০০ ফুট সড়কে রূপান্তর করা হবে।
নতুন ১৮ টি ওয়ার্ডের সাথে এয়ারপোর্ট রোডের সাথে সংযোগ স্থানগুলোতে ৩টি রেলক্রসিং রয়েছে, আগামী অর্থবছরে এই ৩টি রেলক্রসিংয়ে তিনটি ফ্লাইওভার করার কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক।
উল্লেখ্য, নতুন ১৮টি ওয়ার্ডের উন্নয়ন কাজের প্রথম ফেইজে ইতোমধ্যে ২৫ কিলোমিটার রাস্তার কাজ সম্পন্ন হয়েছে এবং এই রাস্তাগুলোর ড্রেনেজ নেটওয়ার্কের কাজ শেষ করা হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএনসিসি প্রশাসক বলেন, রাজধানীর যানচলাচলে শৃঙ্খলা ফিরতে আগামী মাসের মধ্যে বুয়েটের ডিজাইন করা অটোরিক্সা প্রস্তুত করা হচ্ছে। অটোরিক্সা চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। প্রশিক্ষণপূর্বক বৈধ লাইসেন্স নিয়ে ঢাকা শহরে নির্দিষ্ট সংখ্যক অটোরিক্সা চলাচলের অনুমতি প্রদান করা হবে। ভাড়ার ক্ষেত্রে নির্ধারিত চার্ট থাকবে ও নির্ধারিত পার্কিংয়ের স্থান থাকবে।
দক্ষিণখানে নবনির্মিত সড়ক উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেঃ জেনাঃ মোঃ মঈন উদ্দিন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান , আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ( উপসচিব ) অঞ্চল ০৭ দক্ষিণ খান এর মো: খয়বর রহমান ও প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:২২ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৩৯ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৫৯ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৭ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:১৯ অপরাহ্ণ |
এশা | রাত ৮:৩৭ অপরাহ্ণ |