আজ রবিবার | ১৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ |৯ই সফর, ১৪৪৭ হিজরি | সকাল ৬:৪২
রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে শটগান ও কার্তুজসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-লালবাগ বিভাগ।
গ্রেফতারকৃতের নাম-আনিসুর রহমান খান (৪৫)। গ্রেফতারের সময় তার হেফাজত হতে ১২ বোরের একটি শটগান, ২৭ রাউন্ড কার্তুজ ও শটগানের মেয়াদোত্তীর্ণ লাইসেন্সের কপি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২০ মে ২০২৫ খ্রি.) দুপুর আনুমানিক ০১:৩০ ঘটিকায় হাতিরঝিল থানার মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি-লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আনিসুর রহমান তার নামে ইস্যুকৃত লাইসেন্স এর অনুকূলে শটগান ও কার্তুজ ইচ্ছাকৃতভাবে নবায়ন না করে গত ০৩ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. তারিখে সরকার কর্তৃক ঘোষিত অস্ত্র জমা দেওয়ার আদেশ অমান্য করে অবৈধভাবে এবং অসৎ উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখে। উক্ত তথ্যের ভিত্তিতে গোয়েন্দা-লালবাগ বিভাগের একটি আভিযানিক দল আজ দুপুরে হাতিরঝিল থানাধীন গ্রীণওয়ে, মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
ডিবি লালবাগ সূত্রে আরও জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী জব্দকৃত আগ্নেয়াস্ত্রটি ধৃত আসামির লাইসেন্সকৃত হলেও তিনি যথাসময়ে নবায়ন করেনি। তিনি যথাসময়ে লাইসেন্স নবায়ন না করায় ও সরকার নির্ধারিত সময়ে অস্ত্রটি জমা না দেওয়ায় উক্ত অস্ত্রটি বর্তমানে অবৈধ।
গ্রেফতারকৃত আনিসুর রহমানের বিরুদ্ধে ডিএমপির হাতিরঝিল থানায় মামলা রুজু করা হয়েছে।
রবিবার, ৩ আগস্ট, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:০৭ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:২৯ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১:০৫ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৯ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:৪০ অপরাহ্ণ |
এশা | রাত ৯:০২ অপরাহ্ণ |