আজ মঙ্গলবার | ১৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | রাত ৩:০৯
লাকসাম প্রতিনিধিঃ রোববার ২৫ মে লাকসাম পাইলট স্কুলের গেটের বিপরীতে কামাল ডেকোরেশন গলির ভিতরে ইউএস স্টাইল ফুড ফ্যাক্টরিতে গোপন সংবাদের ভিত্তিতে বিএসটিআই, কুমিল্লা ও লাকসাম থানার সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়।
লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাতে জানা যায়, ফ্যাক্টরিতে গিয়ে বিএসটিআইয়ের অনুমোদন ব্যতীত অবৈধভাবে ও অস্বাস্থ্যকর পরিবেশে খোলা সয়াবিন তেল, খোলা সরিষার তেল, খোলা আটা, খোলা চিনি, খোলা চা পাতা বোতল/প্যাকেটজাত করে বিক্রির অভিযোগ সত্য মর্মে উদঘাটিত হয়। পরে অভিযুক্ত জাবেদ আহমেদ (৪৬) স্বেচ্ছায় দোষ স্বীকার করেন।
স্থানীয় মানুষজন এমন অবৈধ কাজের জন্য বিস্ময় প্রকাশ করেন। এমন গর্হিত কাজের জন্য ভোক্তাকে যেমনি অতিরিক্ত দাম দিতে হচ্ছে, একই সাথে মানব স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ছে। সার্বিক বিবেচনায় অভিযুক্তকে বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী ৫০,০০০/- টাকা অর্থদন্ড ও ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ইউএস স্টাইল ফুড ফ্যাক্টরি সিলগালা করা হয়। সেখান থেকে তেল, চিনি ও আটা জব্দ করে এতিমখানায় বিতরণ করে নিষ্পত্তি করা হয়।
সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:২৩ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৪০ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৫৮ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৬ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:১৬ অপরাহ্ণ |
এশা | রাত ৮:৩৩ অপরাহ্ণ |