আজ শনিবার | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |৫ই শাবান, ১৪৪৭ হিজরি | রাত ৪:২২

ঢাকা : আসন্ন ঈদ উল আযহাকে কেন্দ্র করে জনমানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন এবং সুশৃঙ্খল করতে উত্তরায় এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার।
উত্তরা আর্মি ক্যাম্পে অনুষ্ঠিত এই সমন্বয় সভায় বিআরটিএ’র ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার ও মো. আনিসুজ্জামান বলেন, ঈদযাত্রা চলাকালীন তাদের বিশেষ ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়াও উত্তরা জোনকে কেন্দ্র করে অতিরিক্ত তৎপরতার মাধ্যমে ট্রাফিক নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন বলে এডিসি ক্রাইম ও এসি ট্রাফিক আশ্বাস প্রদান করেন।
ঈদযাত্রায় দূরপাল্লার বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের মাধ্যমে যাত্রীদের ভোগান্তি, ফিটনেস বিহীন গাড়ি চলাচল, লাইসেন্সবিহীন বা অনভিজ্ঞ ড্রাইভার, ট্রাফিক নিয়ন্ত্রণে বিভিন্ন পর্যায়ের পদক্ষেপ, গরুর হাট কেন্দ্রিক বড় গাড়ীর চলাচল, বিআরটিএ‘র ম্যাজিস্ট্রেটদের ভ্রাম্যমাণ আদালত কর্মসূচি ও ন্যায্য ভাড়ার তালিকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে এই সভায়।
উত্তরা আর্মি ক্যাম্পে অনুষ্ঠিত এই সমন্বয় সভায় উপস্থিত ছিলেন বিআরটিএ‘র ম্যাজিষ্ট্রেটবৃন্দ, উত্তরা জোনের পুলিশ কর্মকর্তা, বাস মালিক সমিতির প্রতিনিধি, গ্যাস ও তেল পাম্পের মালিকবৃন্দ এবং দেশের প্রধান দূরপাল্লা পরিবহন সমূহের মালিক ও প্রতিনিধিগণ।
শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:২৩ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৪২ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:১০ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:১৭ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৩৯ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৫৭ অপরাহ্ণ |