আজ শুক্রবার | ১৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ |৭ই সফর, ১৪৪৭ হিজরি | বিকাল ৪:০৬
ঢাকা, ২৯ মে ২০২৫ (বৃহস্পতিবার):দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল সহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকান্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় গত ২৯ মে ২০২৫ তারিখ ২১৩০ ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে টঙ্গী বাজার (মোশলাপট্টি) এলাকায় মাদকদ্রব্যসহ ৯ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো জাদব বরমন, সবুজ মিয়া, অরন কুমার, গৌতম হালদার, মোঃ শহিদুল ইসলাম, মোঃ সোহেল, মোঃ আরিফ, মোঃ শাহিন এবং মোঃ অপু। তাদের নিকট হতে ১৫২ বোতল (৮০ লিটার) দেশী মদ, ১২ টি মোবাইল ফোন জব্দ করা হয়। তাদেরকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করার জন্য টঙ্গী পূর্ব থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
শুক্রবার, ১ আগস্ট, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:০৫ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:২৮ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১:০৫ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৯ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:৪১ অপরাহ্ণ |
এশা | রাত ৯:০৪ অপরাহ্ণ |