আজ মঙ্গলবার | ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ |২৭শে মহর্রম, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৭:২৩
নিজস্ব প্রতিবেদক: মানবিক বাংলাদেশ গড়তে পল্লবী রূপনগরের নিজ নির্বাচনী এলাকার (ঢাকা- ১৬ আসন) দরিদ্র, এতিম ও অসহায় ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ ও ফ্রি ফ্রাইডে ক্লিনিক উদ্বোধন করলেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।
বৃহস্পতিবার বিকেলে পল্লবী ২ নং ওয়ার্ড ১২/সি ব্লকে এফ. এম.এস. স্যেসাল পরামর্শ কেন্দ্রের আয়োজনে এক অনুষ্ঠানে তিনি এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় কন্যা দায়গ্রস্ত পিতাদের আর্থিক সহায়তা, নারী স্বনির্ভরতা বৃদ্ধির লক্ষ্যে বিধবা ও স্বামী হারাদের সেলাই মেশিন বিতরন এবং শারিরীক প্রতিবন্ধিদের হুইল চেয়ারও বিতরণ করেন আমিনুল হক।
আমিনুল হক বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। সেই মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়েই বিএনপি একটি সুন্দর সমাজ ও একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য এদেশের সাধারণ মানুষের পাশে থেকে কাজ করছে।
তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল, জনগণের পাশে থেকে কাজ করতে চায়। বিএনপি সবসময় ভালো কাজের পাশে থাকে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই আমরা সবসময় ভালো কাজ কে উৎসাহিত করি।
সমাজের মানবিক বিষয়গুলো নিয়ে মানবকল্যানে কাজ করাই বিএনপির মূল লক্ষ্য বলেও এসময় তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।
ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মুহাম্মদ আফাজ উদ্দিন, মাহাবুব আলম মন্টু, মহানগর উত্তর বিএনপির সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা প্রমুখ এসময় তার সঙ্গে ছিলেন।
বাদআসর পল্লবীর ১২ নম্বর বাসস্ট্যান্ডের বিভিন্ন শপিং মল ও দোকানপাটে গিয়ে সাধারণ মানুষের সাথে দেখা করে তারেক রহমান ঘোষিত ৩১ দফার রুপরেখার বার্তা পৌঁছে দেন।
মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:৫৯ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:২৪ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১:০৫ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৭ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:৪৬ অপরাহ্ণ |
এশা | রাত ৯:১০ অপরাহ্ণ |