আজ শনিবার | ১৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ |৮ই সফর, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৭:৫৪
ঢাকা, ১৭ জুন ২০২৫ (মঙ্গলবার):দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল সহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকান্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৭ জুন ২০২৫ তারিখ ১৮০০ ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর আশকোনা এলাকায় মাদকদ্রব্য বিক্রি এবং সেবন করার সময় ১৫ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন মোঃ আরিফ (১৯), তরিকুল (১৮), আবুল ইসলাম (৩২), রায়হান (১৯), রাজু মোল্লা (২৫), মারুফ (১৯) সাইমন (২০), নজরুল ইসলাস (৫০), সাদিয়া (২২), ফাতেমা (১৯), লামিয়া (১৯) পারভীন (৪৫), সুফিয়া (৮০), লিমা (২২) এবং খুরশিদা (২৮)। মাদক ব্যবসায়ীদের কাছে ৫১০ গ্রাম গাঁজা এবং ৫০০ মিলি নেশা জাতীয় আঠা জব্দ করা হয়।
উল্লেখ্য যে, এই সকল মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে একই কারণে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তাদেরকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হলে তারা অপরাধ স্বীকার করে এবং পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করার জন্য বিমানবন্দর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
শনিবার, ২ আগস্ট, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:০৬ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:২৯ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১:০৫ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৯ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:৪১ অপরাহ্ণ |
এশা | রাত ৯:০৩ অপরাহ্ণ |