আজ শনিবার | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই মহর্রম, ১৪৪৭ হিজরি | রাত ১০:০৪
ঢাকা, ০৫ জুলাই ২০২৫ (শনিবার):দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল সহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকান্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী।
এরই ধারাবাহিকতায় অদ্য ০৫ জুলাই ২০২৫ তারিখ ২৩০০-০১০০ ঘটিকা পর্যন্ত গোপন তথ্যের ভিত্তিতে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন এলাকা হতে ০২ (দুই) জন মহিলা মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন ফাহিমা (১৯) এবং ফাতেমা (২০)। মাদক ব্যবসায়ীদের কাছে থেকে ৪৮ টি গাঁজার রোল (২৫০ গ্রাম) এবং ৩৫০ গ্রাম শুকনো গাঁজা জব্দ করা হয়। তাদেরকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে এবং পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করার জন্য এয়ারপোর্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।*সংবাদ বিজ্ঞপ্তি*
শনিবার, ৫ জুলাই, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:৪৯ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:১৬ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১:০৩ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২২ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:৪৯ অপরাহ্ণ |
এশা | রাত ৯:১৬ অপরাহ্ণ |