আজ শনিবার | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ |৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | রাত ১২:০২
বিডি দিনকাল ডেস্ক : রাজনীতিতে একেবারে এতিমরাই পিআর পদ্ধতি চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার রাজধানীর মিরপুর-১১ নম্বরের প্যারিস রোড বালুর মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে ‘আমার দেশ আমার মাটি, গাছ লাগিয়ে করব খাঁটি’ শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি নিয়ে ব্যাপক সমালোচনা আছে। বাংলাদেশের মানুষের এটা সমন্ধে কোনো ধারণাই নাই। এটাকে টেনে নিয়ে আসা হচ্ছে। যারা রাজনীতিতে একেবারে এতিম, তারা এই পিআর পদ্ধতি চায়।
পিআর পদ্ধতি প্রসঙ্গে তিনি আরও বলেন, আপনার এলাকায় কোন লোক প্রতিনিধিত্ব করার লোক, কোন লোক দিনরাত কাজ করে, সেটি দেখে আপনি তাকে ভোট দেবেন। কিন্তু পিআর পদ্ধতি হলে আপনার পছন্দের প্রার্থী নয় বরং আপনার প্রতিনিধি ঠিক করে দেবে দল। এটা কোনো গ্রহণযোগ্য পদ্ধতি নয়। এ দেশের মানুষ পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে অভ্যস্ত। তারা এই পদ্ধতিতে বিভ্রান্তিতে পড়ে যাবে।
নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের কথা উল্লেখ করে রিজভী বলেন, শেখ হাসিনা একতরফা নির্বাচন করে মজা পেয়েছিলেন। এখন অনেকে সংস্কারের কথা বলে নির্বাচন পিছিয়ে দেয়ার ষড়যন্ত্র করছে। বিল্ডিংই যদি না থাকে তাহলে সংস্কার করবেন কিসের? সংস্কার করবে একটি নির্বাচিত পার্লামেন্ট।
সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক কর্মসূচি সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানান এবং নিম গাছ ঢাকা মহানগর উত্তরের সর্বত্র লাগানোর ঘোষণা দেন। এসময় নেতাকর্মীদের আওয়ামী লীগের মতো আচরণ না করার জন্য এবং জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে তাদের পাশে থাকার আহ্বান জানান আমিনুল।
আমিনুল হক বলেন, “যাদের ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার যোগ্যতা নেই, যাদের পঞ্চায়েতের সদস্য হওয়ারও যোগ্যতা নেই, তারাই এখন পিআর পদ্ধতির মাধ্যমে সংসদে যেতে চায়। এটা কারা বলছে? সেই ইসলামি দলগুলো, যাদের পায়ের নিচে মাটি নেই, কারণ জনগণ তাদের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছে।”
তিনি আরও বলেন, “নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে শুনেই একটি নতুন দলের মন খারাপ হয়ে গেছে। তারা বলছে – সংস্কার ও বিচার ছাড়া নির্বাচনের অর্থ কী? আরেকটি ইসলামি দলও বলছে এই পরিস্থিতিতে নির্বাচন অনুচিত। আমরাও সংস্কার ও ন্যায়ের পক্ষে, কিন্তু তাদের ভয় একটাই – বিএনপি এই দেশের সবচেয়ে জনপ্রিয় দল, তাই নির্বাচন হলে জনগণ বিএনপিকেই ভোট দেবে। এ কারণেই তারা পিআর পদ্ধতির নির্বাচন চায়।”
অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান , সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এসএম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত), আতাউর রহমান, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মুহাম্মদ আফাজ উদ্দিন, হাজী মোঃ ইউসুফ, মোঃ শাহ আলম, মাহাবুব আলম মন্টু সহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:২২ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৩৯ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৫৯ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৭ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:১৯ অপরাহ্ণ |
এশা | রাত ৮:৩৭ অপরাহ্ণ |