আজ সোমবার | ৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ |২৬শে মহর্রম, ১৪৪৭ হিজরি | বিকাল ৫:১২
রফিকুল ইসলাম, কুড়িগ্রাম : ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষ্যে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে জুলাইয়ে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহ: রাশেদুল ইসলাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রছাত্রী। প্রধান অতিথি তার বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানে নিহত সবার আত্মার মাগফেরাত এবং যারা অসুস্থ তাদের আশু রোগ মুক্তি কামনা করেন।
তিনি আরোও বলেন, তাদের যে সর্বোচ্চ ত্যাগ জাতি তা চিরকাল মনে রাখবে। এদিন শুরুতে সকালে সরকারি নির্দেশনা মোতাবেক রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জাতীয় পতাকা অর্ধনমিত করে রাখা হয়। ড. এ আর এম মাহবুবার রহমানের সঞ্চালনায় এবং মিজানুর রহমানের দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহ: রাশেদুল ইসলাম বুধবার, ১৬ই জুলাই ২০২৫ ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষ্যে বীর শহীদ আবু সাঈদ এর কবর জিয়ারত এবং মোনাজাত করেন। এ সময় তিনি আবু সাঈদ এর আত্মার মাগফেরাত কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে তাঁর বীরত্বপূর্ণ ত্যাগ ও অবদানের কথা স্মরণ করেন। উপাচার্য মহোদয় উল্লেখ করেন যে, শহীদ আবু সাঈদ স্বাধীনতা ও দেশের উন্নয়নের লক্ষ্যে যে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, তা জাতির জন্য অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।
সোমবার, ২১ জুলাই, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:৫৮ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:২৩ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১:০৫ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৭ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:৪৬ অপরাহ্ণ |
এশা | রাত ৯:১১ অপরাহ্ণ |