আজ সোমবার | ৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ |২৬শে মহর্রম, ১৪৪৭ হিজরি | দুপুর ২:৪৭
নিজস্ব প্রতিবেদক: গতকাল রবিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘২৪ পরবর্তী রাজনৈতিক সংকট ও নির্বাচন পূর্ব সহিংসতা মোকাবেলায় আমাদের করণীয়’ শীর্ষক সংলাপে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, ‘রাষ্ট্র কাঠামো সংস্কার করার জন্যই আমরা লড়াই করছি। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এটা বিএনপিই দিয়েছে। এখানে বিএনপির বিরদ্ধে তো কিছু বলার নেই। বিএনপি বলেছেন, আমরা এটা-এটা করবো। বিএনপি এজন্য জনগনের কাছে অঙ্গীকারাবদ্ধ। আমরা যদি (সংস্কার) না করতে পারি, জনগন আমাদের ছুড়ে ফেলে দিবে। আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা করবো। কিন্তু সেই সংস্কার নিয়ে, নির্বাচন নিয়ে, ২৪ এর চেতনা নিয়ে আজকে যুদ্ধ হচ্ছে। ২৪ এর চেতনা নিয়ে, মুক্তিযুদ্ধের চেতনার মতো লাফালাফি হচ্ছে।
রাজধানীর একটি হোটেলে সংলাপের আয়োজন করে ‘স্কুল অব লিডারশিপ, সোলো ইউএসএ নামের একটি প্রতিষ্ঠান।
প্রধান অতিথির বক্তব্যে সেলিমা রহমান বলেন, আজকে যারা বক্তব্যে, মিটিংযে তাদের বাবার বয়সী, বড় ভাইয়ের বয়সী আমাদের নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অশালীন, বক্তব্য রাখছে। সেটা কী আমাদের সমাজের চিহ্ন? আমামদের সমজে ছিল বড়দের সম্মান করবে। শিক্ষকদের সম্মান করবে। সমাজে পারস্পারিক শ্রদ্ধার একটা পরিবেশ ছিল, সেটা শেষ হয়ে গেছে। কক্সবাজারে আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ; যিনি ১৬ টি বছর নির্যাতনের শিকার হয়েছেন। যাকে গুম করে নিয়ে গিয়েছিল। আজকে তার বিরুদ্ধে একটা কথা বলা হলো। বলে সেটা প্রচার করা হলো। এবং সেটাকে রাজনৈতিক শক্তি দেখানো হলো। তরুন প্রজম্ন একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠা করছে। আমরা খুশি। এরে আগে মুক্তি যুদ্ধ হয়েছে, ৯০ এ গণঅভ্যুত্থান হয়েছে। সেখানে যারা নেতৃত্ব দিয়েছিল তারা কিন্তু ক্ষমতা ধরে রাখেনি। কিন্তু ২৪ এ কি হলো? ২৪ এ যারা আন্দোলন করেছেন তাদের স্যালুট জানাই। কিন্তু একই সঙ্গে বলতে চাই, তোমাদের সঙ্গে পুরো জাতি আন্দোলনে নেমে এসেছিল। মুক্তিযুদ্ধের চেতনাকে যেমন ছিন্তাই করে একটা ব্যবসায়ীক রুপ দেয়া হয়েছিল, আজকেও মনে হচ্ছে ২৪ এর আন্দলনকে ছিন্তাই করে নিয়ে, একটা বিশেষ ভাবে বলা আমরাই ২৪ এর চেতনা। সারা দেশে যারা জীবন দিয়েছে স্বৈরাচারকে ফেলে দিতে। তাদের আমরা শ্রদ্ধা জানাবো। কিন্তু সেটাকে নিয়ে আমরা ব্যবসা করবো না। ২৪ কে নিয়ে একচেটিয়া বলবো না যে আমিই ২৪ এর মুক্তিযোদ্ধা। আমিই যোদ্ধা। আর কেউ নেই। এই কথা বলবো না। এটা বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় অর্জন।
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, নতুন দলের এক নেতা, আমাদের নেতা সালাহউদ্দিন আহমেদকে বলছে গডফাদার। এসব কী ঠিক। তারেক রহমানকে নিয়েও অশালীন কথা বলা হচ্ছে। তারা নতুন বন্দোবস্তর কথা বলছেন, এগুলোই কী নতুন বন্দোবস্ত? এগুলো আওয়ামীলীগের ভাষা। এ সময়, সরকার কয়েকটি রাজনৈতিক দল ছাড়া, যারা দেশের মানুষদের প্রতিনিধিত্ব করে তাদের এরিয়ে চলছে বলেও তিনি মন্তব্য করেন।
বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের শীর্ষ নেতা অ্যাড সৈয়দ এহসানুল হুদা বলেন, নির্বাচন বিলম্ব করার ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। কিন্তু আমাদের কোনো পাতানো ফাঁদে পা দেয়া যাবে না। নির্বাচন আদায় করে নিতে হবে।
সংলাপের কী-নোট স্পিকার হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন, বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার জুবায়ের আহমেদ ভুঁইয়া, সোলো ইউএসএ’র ব্যাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট প্রফেসর ড. এম এম শরীফুল করীম প্রমুখ।
সোমবার, ২১ জুলাই, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:৫৮ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:২৩ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১:০৫ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৭ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:৪৬ অপরাহ্ণ |
এশা | রাত ৯:১১ অপরাহ্ণ |