আজ শুক্রবার | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | রাত ১১:১২

বিডি দিনকাল ডেস্ক : উত্তরার মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী সারিয়া আকতার-এর পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক, সাবেক সাফজয়ী ফুটবলার আমিনুল হক।
শুক্রবার বিকেল ৩টায় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রাজধানীর তুরাগের নয়ানগরে শহীদ সারিয়ার বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সমবেদনা জানান।
শহীদ সারিয়ার পিতা তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিক মোল্লা, আমিনুল হককে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন।
এ সময় আমিনুল হক বলেন, “সন্তান হারানোর কষ্ট পৃথিবীর সবচেয়ে বড় শোক। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই ঘটনায় শুরু থেকেই আপনাদের খোঁজ রাখছেন। এই শোক শুধু আপনাদের নয়, পুরো জাতির।”
পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সহমর্মিতা জানিয়ে তিনি বলেন, বিএনপি সবসময় মানুষের পাশে ছিল এবং থাকবে।
সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোঃ মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এবিএমএ রাজ্জাক, আক্তার হোসেন, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মুহাম্মদ আফাজ উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে আজ শুক্রবার জুম্মার নামাজ এর আগে ও পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দরা শোকাহত কয়েকটি পরিবারের সাথে সাক্ষাৎ করে সহমর্মিতা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারমেন জনাব তারেক রহমানের পক্ষ থেকে ।
শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:১১ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৩১ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১২:৫২ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৩:৫৩ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১৩ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৩৪ অপরাহ্ণ |