আজ শনিবার | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |৫ই শাবান, ১৪৪৭ হিজরি | সকাল ৮:০৮

ঢাকা: আজ মঙ্গলবার ঢাকা সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মো. আব্দুল খালেকের সভাপতিত্বে আয়োজিত এই মাহফিলে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
সচিব জনাব মো. আব্দুল খালেক বলেন, “এই দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এটি একটি হৃদয়বিদারক ঘটনা, যা আমাদের সকলকে ব্যথিত করেছে। নিহতদের পরিবারকে আমরা সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহমর্মিতা প্রকাশ করছি।” দোয়া মাহফিল পরিচালনা করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মো. মনিরুল ইসলাম।
দোয়া মাহফিলে মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ অংশগ্রহণ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেন।
শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:২৩ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৪২ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:১০ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:১৭ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৩৯ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৫৮ অপরাহ্ণ |