আজ রবিবার | ১৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ |৯ই সফর, ১৪৪৭ হিজরি | সকাল ৭:৪২
জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসক। আগামী সাতদিনের মধ্যেই তিনি বাসায় ফিরতে পারবেন বলে চিকিৎসক জাহাঙ্গীর কবির আশা করছেন।
শনিবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে জামায়াতের আমীর শফিকুর রহমানের হার্টে অস্ত্রোপচার শুরু হয়। এর পর দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে ইউনাইটেড হাসপাতালের চিফ কার্ডিয়াক সার্জন ডা. জাহাঙ্গীর কবির বলেন, সকালে ডা. শফিকুর রহমানকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। তার ওপেন হার্ট সার্জারি ভালোভাবে হয়েছে।
আমরা চেয়েছিলাম উনাকে সবচেয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সার্জারি করতে, সেটা পেরেছি। উনার ৩টা বাইপাস করার কথা ছিল। আমরা ৪টা বাইপাস করেছি যেন কোনোদিক থেকেই কোনো সমস্যা না হয়। কোনো জটিলতা ছাড়াই সার্জারি শেষ হয়েছে।
আমরা আশা করছি উনাকে হয়তো ৩-৪ দিন আইসিইউতে থাকতে হতে পারে। আগামী সাতদিনের মধ্যে তিনি বাসায় ফিরতে পারবেন। আগামী তিন সপ্তাহের মধ্যে তিনি স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন।
সংবাদ সম্মেলনে ডা. শহিদ আলম চৌধুরী, জামায়াতের নায়েবে আমীর ডা.সৈয়দ আবদুল্লাহ মো. তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নেতারা এবং ইউনাইটেড হাসপাতালের পরিচালানা বোর্ডের চেয়ারম্যান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের সমাবেশে বক্তব্য দেয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান শফিকুর রহমান। পাশে থাকা নেতাকর্মীরা এ সময় তাকে ঘিরে ফেলেন। এর মিনিট খানেক পর জামায়াত আমীর উঠে দাঁড়ান এবং আবার বক্তব্য দেয়া শুরু করেন। কিন্তু আবারও পড়ে যান তিনি।
তবে কিছুক্ষণ পর না দাঁড়িয়ে মঞ্চে ডায়াসের পাশে পা মেলে বসে বক্তব্য দেন তিনি। এসময় তার পাশে চিকিৎসকদেরও দেখা যায়। সমাবেশ শেষে তাকে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেয়া হয়। সেদিন পরীক্ষা নিরীক্ষায় তেমন কিছু ধরা না পড়ায় তিনি বাসায় ফিরে যান। এর মধ্যে গত বুধবার আমীরের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ নজরুল ইসলাম জানিয়েছিলেন তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ায় চিকিৎসকরা দ্রুত বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন। সে সময় চিকিৎসকরা এনজিওপ্লাস্টি না করে বাইপাস সার্জারির পরামর্শ দেন।
রবিবার, ৩ আগস্ট, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:০৭ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:২৯ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১:০৫ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৯ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:৪০ অপরাহ্ণ |
এশা | রাত ৯:০২ অপরাহ্ণ |