আজ শুক্রবার | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | রাত ৮:০২

স্টাফ রিপোর্টার: রবিবার (০৩ জুলাই) সকাল ১১ টায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে জুলাই যোদ্ধাদের নিয়ে এক সম্মাননা ও আলোচনা সভা, পুরষ্কার বিতরণী, চলচ্চিত্র প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করেন । উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা.সাকি মোহাম্মদ জাকিউল আলম এবং অনুষ্ঠান পরিচালনা করেন হেমাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মীর্জা গোলাম সারোয়ার মুন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. হুমাইরা বিনতে আসাদ, এনেস্থেশিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. রেহান উদ্দিন খান , নিউরোসার্জারী বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. নুরুজ্জামান খান খসরু , ডেন্টাল ইউনিটের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল হাসান, ডা. আনোয়ার হোসেন,বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সাধারন সম্পাদক ডা. মো. জাকারিয়া আল আজিজ, আবাসিক সার্জন ডা. এ কে এম মাহাবুবুর রহমান, ওএমএস বিভাগের কনসালটেন্ট ডা. মো. মোস্তাফিজুর রহমান মামুন, ডা. নবীর হোসেন, নার্স আসমা আক্তার, কলেজের ছাত্র অপূর্ব সিমান্ত, নাসিমা তাসলিম বিনতে খলিল,ওয়ার্ড বয় আব্দুল হাই।
জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, গুলিবিদ্ধ আব্দুল্লাহ আল মামুন, মতিউর রহমান, আহত নাজমুস সাকিবের মা তাহমিনা। জুলাই যোদ্ধারা অত্র হাসপাতালের চিকিৎসা সেবায় সন্তুষ্টি প্রকাশ করেন। অপর জুলাই বিপ্লবের সম্মুখসারীর যোদ্ধা মোঃ কাইফ বিন আজিজ এর পিতা ডা. মো. জাকারিয়া আল আজিজ ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মানে জুলাই বিপ্লবে আত্মত্যাগকারীদের ত্যাগের কথা সবসময় স্মরনে রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক ,চিকিৎসক, মেডিকেল কলেজের ছাত্র – ছাত্রী ,কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
অনুষ্ঠান শেষে ৫ জন জুলাই যোদ্ধাদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং মেডিকেল কলেজের কয়েকজন ছাত্র-ছাত্রীদের মাঝেও ক্রেস্ট প্রদান করা হয়।
শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:১১ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৩১ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১২:৫২ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৩:৫৩ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১৩ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৩৪ অপরাহ্ণ |