আজ বুধবার | ২২শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই সফর, ১৪৪৭ হিজরি | রাত ১২:২০
যেকোনো মুহূর্তে জুলাই সনদের খসড়ায় সই করতে বিএনপি রাজি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘জুলাই সনদের খসড়া যদি আগামীকাল আমাদের কাছে দেয়া হয়, তাহলে আগামীকালকেই আমরা সই করবো। যেকোনো মুহূর্তে আমরা সই করতে রাজি। এ বিষয়ে কোনো দ্বিমত নেই। যে সমস্ত বিষয়ে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে নোট অব ডিসেন্টসহ। সেই কাগজ আমাদেরকে যখনই দেবে তখনই আমরা সই করবো। সে অঙ্গীকারনামা তো আমরা দিয়েছি। এটা নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।’
দু’দফায় অন্তর্বর্তী সরকার বিএনপিকে জুলাই ঘোষণাপত্র সংবলিত যে খসড়া দিয়েছে তাতে ১৯৭১ সালের ২৬শে মার্চকে সঠিকভাবে উল্লেখ করা হয়নি বলে জানান তিনি। বলেন, ‘সেখানে তারা ১৯৭১ সালের ২৬শে মার্চকে সঠিকভাবে উল্লেখ করতে চাননি বা দেয়নি। পরে সেটা আমরা আবার ৯ জুলাই প্রেরণ করেছি। ২৭শে জুলাই আবার আরেকটা ড্রাফট পাঠায়। সেখানেও দেখলাম তারা ১৯৭১ সালের ২৬ শে মার্চের কথা উল্লেখ করতে চাননি। আমরা বলেছি, এই জাতির শুরুই হলো ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে, রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে। তাকে যথাযথভাবে উপস্থাপন করতে হবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সেকেন্ড রিপাবলিক করতে চায় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা একটা রিপাবলিকের মধ্যে আছি। ১৯৭১ সালের যুদ্ধের মাধ্যমে আমরা এই রিপাবলিকটা পেয়েছি। আরেকটা রিপাবলিক বলতে তারা কী বোঝাতে চায়?’
মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:০৮ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৩০ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১:০৪ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৯ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:৩৯ অপরাহ্ণ |
এশা | রাত ৯:০১ অপরাহ্ণ |