আজ শুক্রবার | ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ |৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৬:৩১
সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: সখিপুরে লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেলের উদ্যোগে এসএসসিতে জিপিএ ফাইভ প্রাপ্ত ২০৫ জন শিক্ষার্থীকে নগদ ২০ লক্ষ ৫০ হাজার টাকা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
সোমবার(১১ আগস্ট) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আব্দুল্লাহ আল রনী। জানা যায়, উপজেলার ২৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০৫ জন জিপিএ ফাইভ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২০ লক্ষ ৫০ হাজার টাকার উপহার ও ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে সালাউদ্দিন আলমগীর বলেন, তোমরা এসএসসিতে ভালো ফলাফল করেছো, এই সাফল্যের ধারাবাহিকতা তোমাদেরকে ধরে রাখতে হবে। আগামী দুই বছর ভালোভাবে পড়াশোনা করলে তোমরা নি:সন্দেহে তোমাদের সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছাতে পারবে।
অনুষ্ঠানে বক্তব্যদানকালে এক প্রধান শিক্ষক বলেন, এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে সালাউদ্দিন আলমগীর রাসেল আমাদেরকে সম্মানিত করেছেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আব্দুল্লাহ আল রনী বলেন, লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল শুধু সখিপুরের গর্ব নয়, তিনি সারা বাংলাদেশের গর্ব। ওনার এই মহতী উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরো অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে সহকারী কমিশনার(ভূমি) নাজমুস সামা, সাবেক সিভিল সার্জন ডা. মো. আনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ, একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন, লাবীব গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুল আলম মনির, সাবেক প্রকল্প পরিচালক ফজলুল হক বাচ্চু, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:২২ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৩৯ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৫৯ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৭ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:১৯ অপরাহ্ণ |
এশা | রাত ৮:৩৭ অপরাহ্ণ |