আজ শুক্রবার | ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ |৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৬:২৯
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ঃ নির্বাচন কমিশনের সদ্য ঘোষিত আসন পূর্ণবিন্যাসে সাভারের বিরুলিয়া ও বনগাঁও ইউনিয়নকে ঢাকা-২ কেরানীগঞ্জ আসনে অন্তর্ভুক্তি করেছে। এরই প্রতিবাদে ওই দুই ইউনিয়ন ঢাকা-১৯ আসনে বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার (১৩ আগস্ট) সকালে সাভারের বিরুলিয়া ব্রিজ এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ এলাকাবাসী। এসময় হাতে হাত ধরে কয়েক শ এলাকাবাসী মানববন্ধনে অংশগ্রহণ করেন।
এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমরা বিরুলিয়া ও বনগাঁও ইউনিয়নের সর্বস্তরের জনগণ ঢাকা-১৯ আসনের সাথে অতিতে ছিলাম আগামীতেও থাকতে চাই।আমরা ঢাকা-২ আসনে যেতে চাই না। আমাদের ঢাকা-২ আসনে অন্তর্ভুক্তি করলে আমাদের দুর্ভোগ বাড়বে। এসময় তারা আরো বলেন, ‘আমাদের ঢাকা-১৯ আসনে না রাখলে আমরা ঢাকা-আরিচা মহাসড়ক, বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়ক ও বিরুলিয়া বেড়িবাঁধ সড়ক অবরোধ করব।তাই বর্তমান সরকার ও প্রধান নির্বাচন কমিশনারের কাছে আমাদের দাবি, আমরা ঢাকা-১৯ আসনে থাকতে চাই।’
এ সময় মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জাতীয় পাটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক বাহাদুর ইসলাম ইমতিয়াজ, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির সিরাজী, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, সাবেক বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মনিরুল হক।
শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:২২ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৩৯ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৫৯ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৭ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:১৯ অপরাহ্ণ |
এশা | রাত ৮:৩৭ অপরাহ্ণ |