আজ শনিবার | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ |৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | সকাল ৬:৩৩
এক গোল হজমের পর দ্রুতই দুই গোল দিয়ে লিড নেয় আল নাসর। তবে বিরতির পর লাল কার্ডের কারণে দশ জনের দলে পরিণত হওয়া দলটির জালে আরও একটি গোল দেয় আল শাবাব। শেষে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুদল।
সৌদি প্রো লিগের ম্যাচে আল নাসর তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর একটি গোল করেছেন। দলের হয়ে দ্বিতীয় গোলটি করেছেন ৪০ বছর বয়সী পর্তুগিজ কিংবদন্তি। ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে করা গোলের মাধ্যমে অনন্য এক কীর্তি ছুঁয়েছেন রোনালদো।
গোলটি রোনালদোর পেশাদার ক্যারিয়ারের ৯২৬তম। এর মধ্যে অর্ধেক, অর্থ্যাৎ ৪৬৩টি গোল করেছেন বয়স ৩০ পেরোনোর পর। বাকি অর্ধেক ৩০ পূর্ণ হওয়ার আগে।
২০২৩ সালে আল নাসরে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত করেছেন ৯০ গোল। যে গতিতে এগোচ্ছেন, এক শ হতে বেশি দিন লাগার কথা নয়।
সিআর সেভেন খ্যাত এই তারকা তার ক্যারিয়ারে এখন পর্যন্ত পাঁচটি ক্লাবের হয়ে খেলেছেন। এরমধ্যে তিনটির হয়ে গোল সংখ্যা তিন অঙ্কের—ম্যানচেস্টার ইউনাইটেডে ১৪৫, রিয়াল মাদ্রিদে ৪৫০, জুভেন্টাসে ১০১। আল নাসর বাদে এক শ গোল নেই শুধু স্পোর্তিং লিসবনে, যদিও পর্তুগিজ ক্লাবটির হয়ে খেলেছেনই মাত্র ৩১ ম্যাচ।
রোনালদো ৩০ পেরোনোর আগে খেলেছেন লিসবন, ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদে। আর ৩০ পেরোনোর পর রিয়াল, জুভেন্টাস, ইউনাইটেড ও আল নাসরে। বলাবাহুল্য, বয়স ৩০ পেরোনোর পর রোনালদোর চেয়ে বেশি গোল আর কেউ করেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৪১ গোল করেছেন ব্রাজিলের রোমারিও।
এদিকে বর্তমানে ক্যারিয়ার–গোলসংখ্যায় রোনালদোর সঙ্গে যার নাম আলোচনায় ওঠে, সেই লিওনেল মেসির মোট গোল ৮৫২। এর মধ্যে ৩৭ বছর বয়সী ৮ মাস বয়সী মেসি ৩০ পেরোনোর পর করেছেন ২৮৭ গোল, রোনালদোর চেয়ে ১৭৬টি কম।
শনিবার, ৩০ আগস্ট, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:২২ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৩৯ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৫৯ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৭ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:১৮ অপরাহ্ণ |
এশা | রাত ৮:৩৬ অপরাহ্ণ |