আজ শুক্রবার | ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ |৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৬:৩১
কুয়েতে ভেজাল মদ পানে ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দৃষ্টিশক্তি হারিয়েছেন আরও ২১ জন। নিহতদের সবাই এশিয়া মহাদেশের। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, ভেজাল মদ পানে বুধবার থেকে ৬৩ জন অসুস্থ হয়েছেন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অসুস্থ ব্যক্তিরা সবাই এশিয়ার নাগরিক। এর মধ্যে ৫১ জনের দ্রুত কিডনি ডায়ালাইসিস করতে হয়।ধারণা করা হচ্ছে তারা সকলেই ভারতীয় বংশোদ্ভূত প্রবাসী নাগরিক ।
কুয়েতে অ্যালকোহলযুক্ত পানীয় উৎপাদন বা আমদানি করা নিষিদ্ধ। তবে কেউ কেউ অবৈধ উপায়ে গোপনে তা তৈরি করে। যেখানে সুরক্ষা মান মানা হয়না।
কুয়েতে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, গত কয়েকদিনে কুয়েতে বসবাসকারী ৪০ ভারতীয়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদেরকে কেন হাসপাতালে ভর্তি করা হয়েছে এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। আরও বলা হয়েছে, কিছু মানুষ প্রাণ হারিয়েছেন। কাউকে হাসপাতালে নেয়া হয়েছে।
শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:২২ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৩৯ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৫৯ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৭ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:১৯ অপরাহ্ণ |
এশা | রাত ৮:৩৭ অপরাহ্ণ |