আজ শুক্রবার | ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ |৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৬:৩২
ইবি থানা প্রতিনিধি।। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় হরিনারায়ণপুর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী মোর্ত্তজা হোসেন (কালা)-এর দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সভাপতি প্রার্থী ও দৈনিক সময়ের কাগজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আবু বকর সিদ্দীক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সময়ের কাগজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি, আনন্দ টিভির জেলা প্রতিনিধি নুরুন্নবী বাবু এবং কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক মো. বায়েজিদ হোসেন ফটিক।
বক্তব্যে আবু বকর সিদ্দীক বলেন, “দেশনেত্রী খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। আমরা তার রোগমুক্তি কামনা করি। আমাদের নেত্রীকে এক সময় বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিয়েছিলেন শেখ হাসিনা। কিন্তু সময়ের পরিক্রমায় দেখা গেছে, তিনিই আজ এক কাপড়ে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন।”
তিনি আরও বলেন, “নেতা নির্বাচনের ক্ষেত্রে আমাদের সৎ, যোগ্য ও জনগণের পাশে থাকা ব্যক্তিকে বেছে নিতে হবে। কারণ আজকের সঠিক নেতৃত্বই আগামীর আন্দোলন-সংগ্রামে বড় ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান শিপন, সাবেক ছাত্রনেতা মো. আবুল কাশেম, বিএনপি নেতা নুহুনবীসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দেশের সার্বিক কল্যাণ কামনা করা হয়।
শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:২২ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৩৯ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৫৯ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৭ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:১৯ অপরাহ্ণ |
এশা | রাত ৮:৩৭ অপরাহ্ণ |