আজ শুক্রবার | ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ |৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৬:৩৩
মধ্যরাতে শেরেবাংলা নগর এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজা ও একটি গাড়িসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- ১। মো. সোহাগ (২০) ২। মো. জুয়েল মিয়া (২২) ৩। মো. নোমান মিয়া (৩০) ও ৪। মো. বেলাল হোসেন (৪৫)
শনিবার (২৩ আগস্ট ২০২৫) রাত ০০:৩০ ঘটিকায় ঢাকার শেরেবাংলা নগর থানাধীন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এর সামনে পাকা রাস্তার উপর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২০কেজি গাঁজা ও একটি টয়োটা ডিএক্স মডেলের নোয়া গাড়ি উদ্ধার করা হয়।
ডিবি-উত্তরা সূত্র জানায়, গোপন সংবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার মধ্যরাতে ডিবি-উত্তরা বিভাগের একটি চৌকস টিম শেরেবাংলা নগর থানাধীন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এর সামনে অবস্থান নেয়। ডিবি পুলিশের কাছে তথ্য ছিল যাত্রাবাড়ী থেকে মাদক কারবারিরা একটি টয়োটা গাড়িতে গাঁজা নিয়ে শ্যামলীর দিকে আসছে। রাত আনুমানিক ০০.৩০ ঘটিকার সময় গাড়িটি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে পৌঁছলে ডিবির টিম গাড়িটি থামিয়ে তল্লাশি করে এবং গাড়িটিতে বিশেষ কায়দায় রক্ষিত ২০ কেজি নিষিদ্ধ মাদক গাঁজাসহ গাড়িটি উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে ডিবি সূত্র আরো জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ থেকে বিভিন্ন কৌশলে গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। উদ্ধারকৃত গাঁজা একই উদ্দেশে তাদের কাছে ছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। সূত্র: ডিএমপি
শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:২২ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৩৯ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৫৯ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৭ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:১৯ অপরাহ্ণ |
এশা | রাত ৮:৩৭ অপরাহ্ণ |