আজ শুক্রবার | ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ |৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৬:০৭
এ কে খান ,বগুড়া : দেশের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস’র শিক্ষা সেক্টরের আওতাধীন পরিচালিত বগুড়ার পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজিতে ২০২৫ শিক্ষাবর্ষে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য এক জমকালো ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
গত ২৩ আগস্ট শনিবার বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা জীবনের লক্ষ্য ও পথনির্দেশনা নিয়ে বক্তব্য দেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর চিত্তরঞ্জন মিশ্র। সভাপতি’র বক্তব্যে উপস্থিত সকলকে শুভেচ্ছা ও শুভ কামনা জানান। তিনি বিশ্ববিদ্যালয়’র সামগ্রিক শিক্ষার মান ও শিক্ষার্থীদের সুযোগ সুবিধার কথা উপস্থাপন করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নানা কর্মকান্ডের গতিশীলতার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হাসনাত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ কুদরত-ই-জাহান।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু ভালো ফল করাই শিক্ষার মূল উদ্দেশ্য নয়। জ্ঞান অর্জন, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধের চর্চা একটি পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য অপরিহার্য। তারা জোর দিয়ে বলেন যে, শিক্ষার্থীদের অবশ্যই পড়ালেখার পাশাপাশি সৃজনশীল কাজেও নিজেদের যুক্ত করতে হবে, যাতে তারা ভবিষ্যৎ কর্মজীবনের জন্য নিজেদের প্রস্তুত করতে পারে।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, দেশের শীর্ষ পর্যায়ের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডটর হোসনে-আরা বেগম। তিনি টিএমএসএস ও এর পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা তুলে ধরেন এবং নবীন শিক্ষার্থীদের সামনে টিএমএসএস পরিচালিত পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য ও আদর্শ তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধাগুলো কাজে লাগিয়ে নিজেদের জীবনকে সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।
এছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান রোটারিয়ান ডাঃ মতিউর রহমান, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ ও টিএমএসএস-এর উপদেষ্টা বিশ্ববিদ্যালয়’র রেজিস্ট্রার প্রফেসর মোঃ আনসার আলী তালুকদার প্রমুখ।অনুষ্ঠান শেষে মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
পুন্ড্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করে, এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম নবীন শিক্ষার্থীদের শিক্ষাজীবনের শুরুতে একটি সঠিক দিক নির্দেশনা দেবে।
অনুষ্ঠানে টিএমএসএস’র উপদেষ্টা আয়শা বেগম, শিক্ষা ডোমেইন প্রধান সাজ্জাদুল বারী সুমন, বিশ্ববিদ্যালয়ের ট্রাষ্টি বোর্ডের সদস্য, টিএমএসএসের উপদেষ্টা,পর্ষদ পরিচালক, সকল বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, নতুন ভর্তিকৃত শিক্ষার্থী, শিক্ষার্থী অভিভাবক, টিএমএসএস’র উর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী, নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান, একান্ত সচিব প্রশাসন মোঃ আঃ হান্নান, সহকারী পরিচালক মোঃ শাফি পারভেজ, সহকারী পরিচালক মোঃ মোমিনুল ইসলাম, নানা শ্রেণি পেশার মানুষ, টিএমএসএসের ভেঞ্চার প্রধান, সেক্টর প্রধান ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।
শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:২২ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৩৯ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৫৯ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৭ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:১৯ অপরাহ্ণ |
এশা | রাত ৮:৩৭ অপরাহ্ণ |